ভারতে মুগডালের কেজি ২৫০ টাকা

ভারতে প্রতি কেজি মুগডাল ২৫০ টাকা (২১০ রুপি) বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, দিল্লি ও আশপাশের এলাকার বাজারে প্রতি কেজি মুগডালের দাম ২৫২ টাকা (২১০ রুপি), অড়হর ডালের দাম কেজিপ্রতি ২১৫ টাকা (১৮০ রুপি) আর মসুর ডালের দাম কেজিপ্রতি ১৪৪ টাকা (১২০ রুপি)। এ ছাড়া দাম বেড়েছে অন্যান্য সব ধরনের ডালের।
পত্রিকাটি আরো জানায়, এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সংকট নিয়ে চাপে আছে মোদি সরকার। গতকাল শনিবার বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেছেন দেশটির অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। আর অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ রোববার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশটির ডাল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ডালের দাম কমিয়ে আনতে এরই মধ্যে তারা নানা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে ডাল মজুদের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে ব্যাবসায়ীদের। এ ছাড়া বেআইনি মজুদদারি রুখতে শুরু হয়েছে অভিযান।
গতকাল ও আজ কেন্দ্রীয় সরকারের নির্দেশে মোট ১৩টি রাজ্যের বিভিন্ন গুদামে অভিযান চালিয়েছে খাদ্যনিরাপত্তা বাহিনী। তারা ৬৭৭টি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭৫ মেট্রিক টন ডাল জব্দ করেছে বলে এনডিটিভি জানিয়েছে।
এ ছাড়া সরকার এ পণ্যটির বাজার সহনশীল করতে রাজ্য সরকারগুলোকে ডালের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডাল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।