মিজোরামে বাস দুর্ঘটনা, নিহত ১২

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : টাইমস অব ইন্ডিয়া
ভারতের দক্ষিণ মিজোরাম রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে রাজ্যের লুংলি জেলার পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই দুর্ঘটনায় আরো অন্তত ২১ জন আহত হন। আহতদের ঘটনাস্থলের কাছেই সারচিপ জেলার থেনজলের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি শনিবার রাতে মিজোরামের আইজল এলাকা থেকে থেকে লংতলাই জেলার উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথে লুংলি জেলার রামলাইতুই গ্রামের কাছে একটি গভীর খাদে পড়ে যায়। এতে ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে দুই গর্ভবতী মহিলাসহ চার নারী ও গাড়ির চালক রয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে গাড়ির চালক মাতাল বা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন বলে সন্দেহ করছে পুলিশ।