স্মৃতির হাত থেকে ডিগ্রি নেবেন না শিক্ষার্থী

ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী (শিক্ষা) স্মৃতি ইরানির কাছ থেকে সনদ নিতে অসম্মতি জানিয়েছেন এক শিক্ষার্থী। কাশ্মীরের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইইউএসটি) ওই শিক্ষার্থীর বক্তব্য, সারা ভারতে ‘ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের’ প্রতিবাদে মন্ত্রীর হাত থেকে পেতে যাওয়া শিক্ষাসনদ নেবেন না তিনি। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে স্মৃতি ইরানির উপস্থিত থাকার কথা।
সাম্মানিক সনদ প্রত্যাখ্যান করার বিষয়টি জানিয়ে আইইউএসটির ছাত্র তাঁর ফেসবুকে লেখেন, ‘একজন ছাত্রের কাছে এই সনদ গ্রহণ বড় পুরস্কারের চাইতে কোনো অংশে কম নয়। কিন্তু আমি সমীর গোজওয়ারি আগামী ১৯ অক্টোবর সেই সনদ নিচ্ছি না।’ স্ট্যোটাসে সমীর আরো জানান, ২০০৮ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন।
সমীর আরো লিখেছেন, ‘গোটা দেশ যখন প্রতিবাদ জানাচ্ছে, অন্তত ৪১ জন প্রথিতযশা সাহিত্যিক তাঁদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, তখন আমিও আমার সাম্মানিক সনদ তাঁর হাত থেকে নিতে পারব না।’ টাইমস অব ইন্ডিয়া আরো জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার গান্দেরবালে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব কাশ্মীর কমপ্লেক্সে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্মৃতি ইরানি।