নেসলের ল্যাকটোজেনের প্যাকেটে মিলল জ্যান্ত পোকা

ম্যাগি নিষিদ্ধের পর আবারও বিতর্কে নেসলে ইন্ডিয়া। ভারতের ছয়টি প্রদেশে ম্যাগি নিষিদ্ধের পর এবার দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় নেসলের আরেকটি পণ্য শিশুখাদ্য ল্যাকটোজেনের প্যাকেটে মিলল জ্যান্ত পোকা। ঘটনার পর একটি দোকানে অভিযান চালিয়ে ল্যাকটোজেনের সব প্যাকেট সিল করে দিয়েছেন খাদ্য ও ওষুধ বিভাগের কর্মকর্তারা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েক দিন আগে সাত মাসের সন্তানের জন্য একটি ল্যাকটোজেন পাউডারের কৌটা কিনেছিলেন। কিন্তু সেটি খাওয়ানোর পর শিশুটি পেটের পীড়ায় আক্রান্ত হয়। চিকিৎসকও জানান, খাদ্যে বিষক্রিয়ায় শিশুটির পেটে সমস্যা দেখা দিয়েছে।
এরপর বাসায় ফিরে শিশুটির খাবার প্যাকেটটি খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। দেখতে পান পাউডারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত পোকা। এর পরই পোকার ছবি এবং প্যাকেটটি নিয়ে খাদ্য বিভাগে অভিযোগ জানান তাঁরা। অভিযোগ পেয়েই ওই দোকানে হানা দেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। ল্যাকটোজেনের সব প্যাকেট সিল করে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়।
চলতি বছরের শুরুতে ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সিসা ও বিষাক্ত রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়ার পর সমস্যায় রয়েছে নেসলে ইন্ডিয়া। এ অবস্থায় প্রতিষ্ঠানটির আরেকটি ‘চালু পণ্য’ ল্যাকটোজেনের প্যাকেটে পোকা মেলার পর নতুন করে সমস্যায় জড়াল বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে।