পূজার প্যান্ডেলে ফিরে এল ছিটমহল!

এবার কলকাতার দুর্গাপূজায় দেখা মিলবে এক টুকরো ছিটমহলের। দীর্ঘদিনের বঞ্চনার ছিটমহলের ছবি ধরা দেবে দক্ষিণ কলকাতার কসবা শক্তি সংঘ পল্লীবাসীর পূজায়। এবার পূজায় কসবা শক্তি সংঘ পল্লিবাসী তাদের থিম হিসেবে তুলে ধরেছে বাংলাদেশের মশালডাঙ্গার আদলে ছিটমহল। শুক্রবার এই পূজামণ্ডপে থিম ছিটমহলের উদ্বোধন করেন খোদ ছিটমহলবাসীরাই।
বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া বাংলাদেশের অভ্যন্তরের ভারতীয় ছিটের ১২ জন অধিবাসীর হাত ধরে এই পূজার শুভ সূচনা হয়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ছিটমহল সংগঠন নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সাবেক প্রধান সমন্বয়ক দীপ্তিমান সেনগুপ্ত। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পঞ্চগড়ের সাংসদ নাজমুল হক প্রধান।
এই মণ্ডপে দুর্গা প্রতিমা ছিটমহলের একজন নারী মূর্তি হয়ে বিরাজ করবেন। এই অনুষ্ঠানে যোগ দিয়ে দীপ্তিমান সেনগুপ্ত জানান, এবারই প্রথম কলকাতার কোনো পূজায় ছিটমহলের আদলে মণ্ডপ তুলে ধরা হলো। এই পূজা কমিটির সম্পাদক সনত মুখোপাধ্যায় জানান, সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হওয়ার পর এই থিমকে তুলে ধরে মণ্ডপ তৈরি করার সিদ্ধান্ত নেন তাঁরা। মণ্ডপে ছিটমহলের মানুষের অতীত জীবনযাত্রার ছবিকে নানা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়।
ইট, কাঠ, শহরের মাঝে এই মণ্ডপে ঢুঁ দিলেই দেখা মিলবে ছিটমহলের মাটিতে কুঁড়েঘরের নানা ছবি। যেখানে ফসলের খেতে হালচাষের ছবি ধরা দেবে যেমন, তেমনি ধরা দেবে পাঠশালার ছবিও। মূলত ছিটমহলের আবহকে তুলে এনে এবার পূজায় ভিন্ন স্বাদের চমক দিতে চলেছে দক্ষিণ কলকাতার কসবা শক্তি সংঘ পল্লীবাসী।
এরই মধ্যে এই মণ্ডপ ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উদ্দীপনা তৈরি হয়েছে। আর এই মণ্ডপের পূজায় বাংলাদেশ থেকে ছিটমহলবাসীরা উপস্থিত থাকতে পেরে তারাও খুশি হয়েছে। অবাক বিস্ময়ে বাংলাদেশের অভ্যান্তরে বিলুপ্ত হওয়া ছিটমহলের বাসিন্দারা এই পূজায় উপস্থিত থেকে বলেন, আমাদের নিয়ে কলকাতার মানুষ ভাবে, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে আমাদের।
এদিন দুর্গাপূজারর তৃতীয়া তিথির সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবা শক্তি সংঘ পল্লীবাসী পুজামণ্ডপে ছিটমহলের থিমে চমক দেওয়া পূজার উদ্বোধনে দাঁড়িয়ে বাংলাদেশের পঞ্চগড়ের সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ‘পূজায় বাংলাদেশ থেকে আমার এদেশে ছুটে আসার লক্ষ্য একটাই, সেটা হলো উৎসবের মাধ্যমে দুই বাংলার বন্ধন যেন আরো নিবিড় হয়। সাংসদ বলেন, উৎসবের কোনো ভেদাভেদ থাকতে পারে না। উৎসবে সব মানুষ যাতে একাকার হয়ে মিলেমিশে যেতে পারেন, সেই বার্তা নিয়েই আমি এসেছি।’ বাংলাদেশের মানুষের তরফে এই দিনে পশ্চিম বাংলার মানুষকে আন্তরিক শুভেচ্ছাও জানান তিনি।
ছিটমহল সংগঠন নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সাবেক প্রধান সমন্বয়ক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ছিটমহলের মানুষকে কলকাতার মানুষ যে আন্তরিকভাবে গ্রহণ করেছে তা কলকাতার পূজার থিমে ছিটমহল উঠে আসার মাধ্যমেই প্রমাণ করে। এ ছাড়া আজ শুক্রবার দক্ষিণ কলকাতার বেহালা এলাকায় একটি পূজার উদ্বোধন করেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ।