সীমান্তে দূরনিয়ন্ত্রিত মেশিনগান বসাচ্ছে ভারত!

সীমান্তে দূরনিয়ন্ত্রিত মেশিনগান বসাচ্ছে ভারত। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রথমবারের মতো এ ধরনের ব্যবস্থা নিচ্ছে দেশটি। চলতি বছরের মধ্যে এই অস্ত্র বসানো হবে।
ভারতের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আর আর নিম্ভরকার জানান, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) বিভিন্ন স্থানে দূরনিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোল) মেশিনগান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ১৬ নম্বর কোরের এই কমান্ডার বলেন, পীর পঞ্জল পর্বতশ্রেণীর দক্ষিণাঞ্চল দুর্গম হওয়ায় এখানে টহল দেওয়া খুব কঠিন কাজ। এখানকার ঝুঁকিপূর্ণ স্থানগুলো দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবেই দূরনিয়ন্ত্রিত মেশিনগান মোতায়েন করা হচ্ছে। এর মাধ্যমে সৈন্যদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে।
এই পীর পঞ্জল পর্বতশ্রেণীর মাধ্যমে কাশ্মীর উপত্যকা থেকে জম্মু পর্বত আলাদা হয়েছে।
নিম্ভরকার বলেন, ‘আখনূর সেক্টরে প্রথম দূরনিয়ন্ত্রণের মাধ্যমে প্রটোটাইপ সাব-মেশিনগানের পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, এই ধরনের অস্ত্র সৈন্যদের সহযোগিতার পাশাপাশি রক্ষা করতেও সক্ষম।’
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব অস্ত্রে ইনফ্রারেড সেন্সর রয়েছে। এ কারণে এ ধরনের অস্ত্র সীমান্তে কাঁটাতারের বেড়া থেকে ওপারের ৮০ মিটার পর্যন্ত গতিবিধি শনাক্ত করতে সক্ষম।
স্বয়ংক্রিয় এসব বন্দুকের সঙ্গে সেন্সর ও নাইট ভিশন রয়েছে। তাই যেকোনো ছবি সরাসরি বাংকারে কমান্ডারের ওয়ার্কস্টেশনে পৌঁছে যাবে।
দূরনিয়ন্ত্রিত অস্ত্র মোতায়েনের প্রকল্প বাস্তবায়নের কাজ করছেন ব্রিগেডিয়ার পিসি ভিয়াস। তিনি বলেন, যদি লক্ষ্যবস্তু বৈরী বলে চিহ্নিত হয়, তাহলে পর্যবেক্ষক শুধু বোতাম টিপেই পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।