হিমাচলে বাস খাদে, নিহত ১৮

বাস দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারতের হিমাচল প্রদেশে একটি বাস খাদে পড়ে অন্তত ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। আজ মঙ্গলবার বিকেলে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে ১৮৫ কিলোমিটার দূরে কিনাউর জেলার নাথপা এলাকায় হিন্দুস্তান তিব্বত ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে কিনাউর জেলার পুলিশ সুপার রাহুল নাথ। তিনি আরো জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ১৫ জন। আহতদের প্রাথমিকভাবে স্থানীয় ভবনগর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহতদের পরে রামপুর হাসপাতালে নেওয়া হয়।
তবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি রাহুল নাথ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাদ্যমগুলো জানায়, ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনাটি ঘটেছে।