কারাগারে যেতে হিলারির এক ইমেইল বাকি

যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর ব্যক্তিগত ইমেইল দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) কাছে তুলে দিতে যাচ্ছেন। একই সঙ্গে ৩০ হাজার ইমেইল সংরক্ষিত একটি পেনড্রাইভ এফবিআইকে দেওয়া হবে। এসব মেইলে পাঠানো কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য অপর কোনো দেশের গোয়েন্দাদের দেখার সুযোগ ছিল কি না যাচাই করে দেখবে এফবিআই।
এমন পরিস্থিতিতে হিলারির অন্যতম সমালোচক ও রিপাবলিকান প্রতিপক্ষ ববি জিন্দাল বলেছেন, কারাগারে যেতে হিলারির মাত্র একটি মেইল বাকি আছে। লুইজিয়ানার এই গভর্নরের দাবি, হিলারি সব ইমেইল সমর্পণ করেছেন। এখন কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য সংবলিত মেইল পাওয়া গেলে এটি প্রামাণিত হবে হিলারি এর আগে আদালতে মিথ্যা বলেছেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফের আজ বুধবার এক প্রতিবেদনে জানায়, ব্যক্তিগত ইমেইলে রাষ্ট্রীয় তথ্য পাঠানো নিয়ে প্রশ্নে, ক্ষতির মুখে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রচারণা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইলও ব্যবহার করেন। রিপাবলিকানদের দাবি, এর মাধ্যমে জাতীয় গোপন তথ্য ঝুঁকির মুখে পড়ে।
হিলারি ক্লিনটনের মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত ইমেইল সার্ভার এবং ৩০ হাজার ইমেইল সংরক্ষিত পেনড্রাইভ শিগগিরই এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, নিরাপত্তা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন হিলারি।
এর আগে গত মঙ্গলবার জানা যায়, হিলারি ব্যক্তিগত ইমেইলের অন্তত দুটিতে রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল। এসব ইমেইলের নিরপত্তায় কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। পাঠানোর সময়ে ইমেইলগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ছিল না। এসব ইমেইল জনসমক্ষে চলে আসছে ক্ষতির সম্মুখীন হবে রাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। তবে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার নিয়ে এফবিআইয়ের তদন্তের কারণে প্রচারণার সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। আর হিলারির বিরুদ্ধে স্বচ্ছতা, নিয়ম না মানা ও রাষ্ট্রীয় গোপন তথ্য ঝুঁকির মুখে রাখার অভিযোগ করছেন রিপাবলিকানরা।
রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রেইনসে প্রিয়েবাস এক বিবৃতিতে বলেন, হিলারি জানেন তিনি কিছু ভুল করেছেন। আর ওই ভুল লুকিয়ে বা পুষিয়ে ফেলার সব রাস্তাই শেষ।
চলতি বছরের মার্চে হিলারি ক্লিনটন জানান, ওবামা প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে চার বছরে ৬০ হাজার ইমেইল পাঠিয়েছেন। এর মধ্যে অর্ধেকই ব্যক্তিগত। অপর অর্ধেক গত ডিসেম্বরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ইমেইল খতিয়ে দেখে জনসমক্ষে প্রকাশ করবে ওই মন্ত্রণালয়।