নিউইয়র্কে উৎসব চলাকালে গুলি, আহত ১৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বাড়িতে উৎসব চলার সময় বন্দুকধারীর গুলিতে ১৩ জন আহত হয়েছেন। শহরের ব্রুকলিন এলাকায় একটি বাড়িতে স্থানীয় সময় রোববার এই হামলা চালানো হয়।
নিউইয়র্ক পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আহতদের মধ্যে দুজনের ঘাড়ে গুলি লেগেছে। বাকিরা হাত, পায়ে এবং শরীরের অন্যান্য স্থানে গুলিবিদ্ধ হন।
১৯ বছর থেকে ৩৬ বছর বয়সী আহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালের চিকিৎসকদের বরাতে রয়টার্স জানায়, আহতদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।
এদিকে নিউইয়র্ক সিটি টাইমস জানিয়েছে, একটি ঘরোয়া উৎসবে কথাকাটাকাটির জের ধরে বাকি অতিথিদের ওপর হামলা চালান অতিথিদের একজন। পরে অন্য আরেকজনও নিজের গাড়ি থেকে পিস্তল এনে গুলি করে।
তবে নিউইয়র্ক পুলিশ বলেছে, হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি।