বিদায় ড. আবদুল কালাম

ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমের মন্ডপম গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো প্রয়াত রাষ্ট্রপতি আবুল পাকির জয়নাল আবদিন (এ পি জে) আবদুল কালামের দাফন। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে কবরে শায়িত করা হয় এই ভারতরত্নকে।
এ পি জে আবদুল কালামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পুরো ভারত থেকে অসংখ্য মানুষের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করসহ কেন্দ্রের নেতারা। উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিড্ডারামাইয়ার। তবে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।
উপস্থিত লাখো মানুষকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন আবদুল কালাম।
দাফনের প্রক্রিয়া শুরুর আগে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মসজিদে। সেখানে জানাজার পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় সমাধিস্থলে। ভারতের জাতীয় পতাকা তেরঙ্গায় মুড়ে ফেলা হয় তাঁকে। এর পর গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
প্রয়াত রাষ্ট্রপতির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তামিলনাড়ুতে আজ একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। সরকারের নির্দেশে ব্যাংক, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সকাল থেকে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবেই অনেক দোকানপাট বন্ধ রাখেন দোকানিরা। এ ছাড়া আবদুল কালামকে শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয় পেট্রলপাম্পগুলো সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখে।