মালয়েশিয়ায় দ্রুতগতির ট্রেন এমআরটির যাত্রা শুরু

বহু প্রতীক্ষার পর আজ থেকে চালু হলো মালয়েশিয়ায় সবচেয়ে দ্রুত গতির ট্রেন এমআরটি। দ্রুতগতির এই ট্রেনের বেশিরভাগ লাইন মাটির নিচ দিয়ে করা এবং বেশির ভাগ স্টেশনও মাটির নিচে।
আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ‘সুংগাই বুলু-কাজাং’ রুটে এই ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের তথ্যমতে, বিপুল খরচের এই রেললাইনটি করতে গিয়ে দেশটির অর্থনীতিতে ধস নামে। তবে এই লাইনটি চালুর পর দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগব্যবস্থা অনেক সহজ ও দ্রুতগতির হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
দ্রুতগতির এই ট্রেনটির উদ্বোধন করে নাজিব রাজাক বলেন, ‘আগে এমআরটি ছিল লন্ডন, নিউইয়র্ক ও হংকংয়ে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা জানতে এমআরটি স্টেশনের একটি র্যাংকিং করতে হবে। আর আপনাদের আমি জানাচ্ছি এই র্যাংকিংয়ে আমরাই সবচেয়ে এগিয়ে।’
রাজাকের দাবি, মালেয়শিয়ার দ্রুতগতির এই রেললাইনটি লন্ডন, নিউইয়র্ক ও হংকংয়ের চেয়ে ভালো। সিঙ্গাপুরের মতো।
প্রধানমন্ত্রী রাজাক আরো বলেন, ‘এটা শুধু এমআরটি রেললাইনই নয়, এই লাইনে আমি মালয়েশিয়ার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।’