ডোনাল্ড ট্রাম্প কবি! বেরিয়েছে ‘কবিতা সংগ্রহ’

‘আমি কথা জানি… আমার কাছে সবচেয়ে ভালো ভালো কথা আছে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথাই বলেছিলেন একদিন।
এ ধরনের বক্তব্য থেকেই ট্রাম্পের ‘কবিতা সংগ্রহ’ বের হয়েছে নরওয়েতে। কে জানত? কবি ট্রাম্পকে?
‘কবিতা সংগ্রহ’ বইটি করেছেন নরওয়েরই ক্রিস ফেল্ট নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘ট্রাম্প যা বলেছেন তা কবিতার কাছাকাছি, বাস্তবতার বিপরীতে কল্পনার মতো।’
নরওয়ের পত্রিকা আফটেনপোস্টেনকে দেওয়া সাক্ষাৎকারে ফেল্ট বলেন, ‘আমরা আশ্চর্য হয়েছি তাঁর (ট্রাম্প) বক্তব্যে, যা ভাবনা-চিন্তাহীন, প্রস্তুতি ছাড়া দেওয়া হয়েছে, এটা দিয়ে নির্বাচনী প্রচারে জয় পাওয়া গেল।’
বইটির নামটাও বেশ যুতসই ও হাস্যকর—‘মেইক পোয়েট্রি গ্রেট এগেইন’। বোঝাই যাচ্ছে, ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ থেকেই এই নামের অনুপ্রেরণা।
লেখা নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা, সাক্ষাৎকার এবং বিভিন্ন বিবৃতি থেকে। এ ক্ষেত্রে কঠোরতার মেনে চলা হয়েছে যাতে কোনোভাবেই লেখার বিকৃতি না হয়।
‘কবিতা সংগ্রহে’ ১০ বছর আগে দেওয়া ট্রাম্পের একটি বক্তব্য স্থান পেয়েছে। নিজের মেয়ে ইভানকা ট্রাম্প সম্পর্কে এমন কথা বলেছিলেন তিনি :
‘আমি বলেছি
ইভানকা যদি
আমার মেয়ে না হতো
সম্ভবত
আমি তার সঙ্গে প্রেম করতাম’
ফেল্ট বলেন, ট্রাম্পের কথা ভয়ানক পুরুষালি, ক্ষমার অযোগ্য, বিভ্রান্তিমূলক হতে পারে, কিন্তু উধ্বৃতি চিহ্নের মধ্যে যখন স্পেস ব্যবহার করি আমি তাঁর অন্য চিত্রও দেখতে চাই।
ট্রাম্পের কবিতা পড়ে ফেল্ট তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এতে আরো হতাশা, নিরাপত্তাহীনতা এবং সম্ভবত হীনমন্যতা রয়েছে।
বইটির প্রকাশক কাগেন জানিয়েছে, প্রথম মুদ্রণে দুই হাজার কপি বিক্রি হয়েছে। একটি ডোনাল্ড ট্রাম্প বরাবর পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হলো তাঁর সুপারলেটিভ শব্দের ব্যবহার এটাকে সর্বাধিক বিক্রির বইয়ে পরিণত করে কি না।