দুই মাথা-তিন চোখের আজব প্রাণী

একটি দেহে দুটি মাথা আর তিনটি চোখ। এমনই এক আজব প্রাণীর ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।
ভিডিওটি করেন একজন স্প্যানিশ ফেসবুক ব্যবহারকারী। তাঁর নাম লুজান ইরোলেস। ভিডিওটিতে লুজানকে বলতে শোনা যায়, ‘এটি দেখে মনে হচ্ছে চার ইঞ্চি লম্বা একটি সাপ। এর দুটি মাথা, তিনটি চোখ ও জঘন্য ত্বক রয়েছে।’
লুজানের শেয়ার করা ভিডিওটি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে চমক সৃষ্টি করে। অনেকেই মন্তব্য করেন, ডিএনএর (প্রাণীর বৈশিষ্টের ধারক) পরিবর্তনের ফলেই এমনটি হয়েছে। এ ছাড়া আসতে থাকে মনগড়া বিভিন্ন মন্তব্য।
তবে কীটপতঙ্গ বিষয়ে জানাশোনা আছে এমন একজন লুজানকে ঠিক পথ দেখান। ফেসবুকে করা মন্তব্যে তিনি জানান, সেটি সাপ-টাপ কিছু নয়, স্রেফ একটা শুয়োপোকা।
পরে আরো কয়েকজন মন্তব্যকারী ঘোলা জল আরো পরিষ্কার করেন। তাঁদের কয়েকজন জানান, এটি একটি গোউডি স্পিনেক্স মথ ক্যাটারপিলার নামে একটি শুয়োপোকা। এটি আমেরিকা মহাদেশে পাওয়া যায়।
অন্য কয়েকজন বলেন, সেটি অ্যালিফেন্ট হক মথ ক্যাটারপিলার নামের শুয়োপোকা। সেটি গোউডি স্পিনেক্সের সমগোত্রীয়। এ দুটি জাতের শুয়োপোকাই নাকি সাপের ছদ্মবেশ নিতে পারে।