আইএসের জন্য যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় ৯০ লাখ ডলার

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র প্রতিদিন ৯০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয় করছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বোমা হামলায় ২৭০ কোটি মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। গত আগস্ট থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোট বাহিনী বিমান হামলা চালাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের প্রকাশিত এই ব্যয়ের ফর্দে দেখা গেছে, মোট বিলের তিন ভাগের দুই ভাগই বিমানবাহিনীর পেছনে ব্যয় হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পার্লামেন্ট প্রতিনিধি সভায় প্রতিরক্ষা ব্যয় ৫৭ হাজার ৯০০ কোটি ডলার ধরে বিলে অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রতিনিধি সভায় আইএসের বিরুদ্ধে অর্থ ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে করা সংশোধনীটি বাতিল হয়ে যায়। পরে আইএসের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহারে কংগ্রেসে নতুন আইন পাস হয়।
ইরাকে গত আগস্টে লড়াই শুরু হওয়ার পর থেকে মার্কিন সেনা অভিযানের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সপ্তাহে হোয়াইট হাউস ইরাকের জন্য ৪৫০ জন উপদেষ্টা নিয়োগের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে দেশটিতে নিযুক্ত সেনা কর্মকর্তার সংখ্যার দাঁড়াচ্ছে তিন হাজার ৫০০ জন।
ইরাকে স্থানীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আরো সেনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে মার্কিন বাহিনীতে কেউ নেই।
ন্যাটো যৌথ বাহিনীর সাবেক কমান্ডার ওয়েসলি ক্লার্ক ইরাকে স্থলবাহিনী পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন প্রশিক্ষণ কেন্দ্রের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি।