‘তৃতীয় পছন্দ’কে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টারকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের হয়ে ম্যাকমাস্টার ইরাক ও আফগানিস্তানে কাজ করেছেন। সেখানে তিনি দুর্নীতিবিরোধী কর্মসূচির দায়িত্বে ছিলেন।
ম্যাকমাস্টার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি একজন খুবই গুণী ও অভিজ্ঞ মানুষ। আমি গত দুদিন ধরে তাঁর সম্পর্কে অনেক দেখেছি ও পড়েছি। সেনাবাহিনীতে সবাই তাঁকে অনেক সম্মান করে। আমরা তাঁকে পেয়ে সম্মানিত।’
তবে ট্রাম্পের পয়লা পছন্দ কিন্তু ম্যাকমাস্টার ছিলেন না। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ফ্লিনকে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই পদত্যাগ করেন ফ্লিন।
এরপর ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টা হিসেবে চেয়েছিলেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হাওয়ার্ডকে। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই পদ চান না বলে সরে দাঁড়িয়েছিলেন হাওয়ার্ড।
এরপর ট্রাম্প অনেকটা বাধ্য হয়েই কি না তৃতীয় পছন্দ ম্যাকমাস্টারকে নিয়োগ দিলেন।
তবে ফ্লিন সরে দাঁড়িয়েছিলেন গণমাধ্যমের অভিযোগের পরিপ্রেক্ষিতে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মাইকেল ফ্লিন কথা বলেছেন বলে কিছু গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে না থাকা নাগরিকদের (প্রাইভেট সিটিজেন) কূটনৈতিক কার্যক্রম অবৈধ। একজন প্রাইভেট সিটিজেন হিসেবে ফ্লিন ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ার আগেই গত বছরের শেষের দিকে দূতের সঙ্গে কথা বলেছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদত্যাগ করেন তিনি।