ট্রাম্পকে পরিণত হওয়ার পরামর্শ বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প আর ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার তিক্ততা বহু পুরোনো। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ও এ দুজনের ঠোকাঠুকি লেগেছে বহুবার। একপর্যায়ে ট্রাম্প বাইডেনকে মারামারিরও আহ্বান জানিয়েছিলেন।
সেই জো বাইডেন ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে ট্রাম্পকে ‘পরিণত হওয়ার’ আহ্বান জানালেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তৃতা দেন ট্রাম্প। সেখানে তিনি তাঁর সমালোচনাকারীদের কঠোর সমালোচনা করেন। আর ওই সমালোচনার পরিপ্রেক্ষিতে বাইডেন ট্রাম্পকে পরিণত হতে আহ্বান জানিয়েছেন।
বক্তৃতায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তাঁর এই আচরণকে ‘বোকামি’ হিসেবে আখ্যা দিয়ে সংবাদমাধ্যম পিবিএস নেটওয়ার্ককে বাইডেন বলেন, ‘একজন নির্বাচিত এবং হবু প্রেসিডেন্টের দেশের গোয়েন্দাদের ওপর আস্থা নেই। তিনি প্রকাশ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, যা পুরোপুরি নির্বুদ্ধিতা। ’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ‘গোয়েন্দারা যা জানেন, আমি তার চেয়ে বেশি জানি—এই ব্যাপারটি আমি আমার পদার্থবিদ্যার অধ্যাপকের চেয়ে বেশি জানি, এটা বলার মতো। এটা এমন যে আমি বইগুলো পড়িনি, কিন্তু আমি বেশি জানি!’
পিবিএস নেটওয়ার্কের প্রতিবেদক বাইডেনকে ট্রাম্পের টুইটার আক্রমণের বিষয়ে বলতে অনুরোধ করেন। তখন বাইডেন বলেন, তাঁর (ডোনাল্ড ট্রাম্প) পুরো বিষয়টিই এক ধরনের ছেলেমানুষি। ট্রাম্পের উদ্দেশে বাইডেন বলেন, ‘পরিণত হও ডোনাল্ড, পরিণত হও। এটা তোমার বড় হওয়ার সময়। তুমি এখন প্রেসিডেন্ট। এটা কিছু করার সময়। দেখাও তোমার মধ্যে কী আছে।’
এর আগেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছিলেন, ‘তিনি খারাপ মানুষ নন, কিন্তু তাঁর অজ্ঞতা খুব গভীর, খুবই গভীর।’