যমজ শিশু জন্ম নিল ভিন্ন দুই সালে!

যমজ শিশুদের জন্মদিন দিনক্ষণ মিলিয়ে একসঙ্গে পালন করা হয়। তবে অনেক যমজের ক্ষেত্রে হয়তো সুযোগটা নাও মিলতে পারে। যমজ হয়েও আলাদা দিনে জন্মগ্রহণ করার বিরল এক ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।
ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে অবস্থিত শার্প মেরি বার্চ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন এক মার্কিন নারী। এর মধ্যে একটি শিশুর জন্ম হয় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৬ মিনিটে। তার নাম রাখা হয়েছে স্কারলেট অ্যানি। এর পর জন্ম নেয় দ্বিতীয় শিশুটি। কিন্তু ততক্ষণে বেজেছে রাত ১২টা। ২০১৬ গড়িয়ে পড়েছে ২০১৭ সালে। ফলে যমজ হলেও তাঁদের জন্ম হলো দুটি আলাদা দিনে। দ্বিতীয় শিশুটির নাম রাখা হয়েছে ভার্জিনিয়া রোজ।
আলাদা দিনে জন্ম নেওয়া যমজ ওই শিশুদের মায়ের নাম ব্রিটেনি, আর বাবা ব্রেট।
বিরল হলেও এ ধরনের ঘটনা কিন্তু সানদিয়াগোতে নতুন নয়। ২০১৫ সালেও একইভাবে যমজ দুই শিশুর জন্ম হয়েছিল আলাদা দুদিনে। সেবার ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে জন্ম নেয় জায়লিন নামে একটি মেয়েশিশু। এরপর রাত ১২টা ২ মিনিটে জন্ম নেয় লুইস নামের একটি ছেলেশিশু।