সুযোগ থাকলে ফের প্রেসিডেন্ট হতাম : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনে আরো সুযোগ থাকলে তিনি তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট হতে পারতেন।
ওবামা বলেন, মার্কিন নাগরিকরা এখনো তাঁর প্রগতিশীল চিন্তা ও দৃষ্টিভঙ্গি পছন্দ করে। সিএনএনের রাজনৈতিক বিশ্লেষক ও ওবামার সাবেক উপদেষ্টা ডেভিড এক্সেলরডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বারাক ওবামা বলেন, ‘আমি এই দৃষ্টিভঙ্গির ব্যাপারে আত্মবিশ্বাসী কারণ আমার দৃঢ় বিশ্বাস, আমি আবার নির্বাচন করলে বেশির ভাগ আমেরিকান জনগণকে এর পক্ষে টেনে নিয়ে আসতে পারতাম।’
শিগগিরই বিদায় নিতে যাওয়ার প্রেসিডেন্ট বলেন, প্রগতিশলী এক আমেরিকার উদ্দীপনা সারা দেশে উদ্ভাসিত। তিনি বলেন, ‘এটা আমরা দেখি তরুণ প্রজন্মের মধ্যে, যারা চৌকষ, সহনশীল, উদ্ভাবনশীল, সৃষ্টিশীল, উদ্যোগী, তারা কারো বিরুদ্ধে বৈষম্যের কথা এমনকি চিন্তাও করতে পারে না, যেমন ধরুন লিঙ্গগত ভিন্নতার দরুণ।’
সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন। তিনি ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন ইলেকটোরাল কলেজ ভোটে। তবে হিলারি জনগণের সরাসরি ভোটে এগিয়ে আছেন। ট্রাম্পের চেয়ে তিনি প্রায় ৩০ লাখ জনপ্রিয় ভোট বেশি পেয়েছেন।
যদিও বেশ শিল্প-আধিক্য অঙ্গরাজ্যে হিলারির পরাজয় হয়েছে। পেনসিলভানিয়ায় তিনি হেরেছেন ৪৪ হাজার ভোটে, উইসকনসিন ২৩ হাজার ও মিশিগানে ১০ হাজার ভোটের ব্যবধানে।