ওয়ালমার্টের শৌচাগারে প্রসব, সন্তানকে ফেলে গেলেন মা

প্রতিদিনের মতোই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বিশ্বখ্যাত সুপারশপ ওয়ালমার্টের শৌচাগার পরিষ্কার করতে এসেছিলেন পরিচ্ছন্নতাকর্মী কুপি পারিসা। কিন্তু শৌচাগারের দরজা খুলতেই ময়লা ফেলার ডাস্টবিন থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। আর সেই ডাস্টবিন খুলতেই তাঁর চোখ ছানাবড়া। এ কী! ডাস্টবিনের ময়লা-আবর্জনার ভেতরে টিস্যু পেঁচানো এক নবজাতক তাঁর দিকে চেয়ে আছে।
দি ইনডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে কুপি পারিসা জানান, এ ঘটনা দেখে প্রথমে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। পরে তিনি দ্রুত শিশুটিকে ওই ডাস্টবিন থেকে উদ্ধার করেন। এরপর ওয়ালমার্টের কর্মীদের সহায়তায় কাছের একটি হাসপাতালে নিয়ে যান।
লুইজিয়ানার হাসপাতালের চিকিৎসক জানান, উদ্ধারের কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছিল। এবং তারপরই শিশুটির মা তাকে ফেলে চলে গেছেন বলে ধারণা তাঁদের।
এদিকে লুইজিয়ানার নিউ রোডে পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট শেল স্ট্রিংগার জানান, ওয়ালমার্টে রক্ষিত ভিডিও দেখে শিশুটির মাকে শনাক্ত করা গেছে। শিশুটি এখন হাসপাতালের হেফাজতে আছে বলে জানিয়েছেন তিনি।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কী কারণে সন্তানকে ফেলে গেছেন ওই নারী, তা জানাতে পারেনি পুলিশ।