মিয়ানমারে সব ব্যাংক সাময়িক বন্ধ ঘোষণা

মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে। জরুরি অবস্থা জারি করে সশস্ত্র বাহিনীর প্রধানের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছে সেনাবাহিনী।
রাজধানী নেপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট ও কিছু টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এমন পরিস্থিতিতে দেশটিতে সোমবার থেকে সব ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যাসোসিয়েশনের সব সদস্য সর্বসম্মতিক্রমে ১ ফেব্রুয়ারি থেকে সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ দুর্বল থাকায় ব্যাংকগুলোতে সোমবার সব ধরনের অর্থনৈতিক সেবা বন্ধ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এর মধ্যে ব্যাংকগুলো বন্ধের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেবে ও এর পরই কবে থেকে আবার তাদের সেবা চালু হবে সে বিষয়ে জানাবে।
মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নির্দেশনার বরাত দিয়ে দেশটির কানবাওজা ব্যাংক তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সাময়িকভাবে তাদের ব্যাংকের শাখাগুলো কার্যক্রম বন্ধ থাকবে।