বিকলাঙ্গ কিশোরের মৃত্যু, চীনা কমিউনিস্ট পার্টির নেতা ও মেয়র বরখাস্ত

বাবা ও ভাই করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের নির্জন কক্ষে চিকিৎসাধীন। এমন অবস্থায় অযত্নে-অবহেলায় অভুক্ত থেকে খালি বাড়িতে বিকলাঙ্গ শরীরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় চীনের হুবেই প্রদেশের হুয়াজিয়াহে শহরের কমিউনিস্ট পার্টির সম্পাদক এবং শহরটির মেয়রকে বরখাস্ত করা হয়েছে। বাবা ও ভাইয়ের হাসপাতালে ভর্তির এক সপ্তাহ পর গত বুধবার ১৬ বছর বয়সী কিশোর ইয়ান চেঙকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুরো সপ্তাহে মাত্র দুবার তাকে খাবার খাওয়ানো হয়। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটগুলোতে এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিশোরটির বাবা চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে একটি পোস্টে সাহায্যের আবেদন জানান। তাতে তিনি বলেন, ‘পানি ও খাবারের অভাবে আমার ছেলে একা একা চরম বিপদে দিন পার করছে।’
চীনা কর্তৃপক্ষ এ ঘটনা তদন্ত করে স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতা এবং শহরের মেয়রকে দোষী সাব্যস্ত করে। ফলে তাঁদের পদচ্যুত করা হয়।
এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে দেশটিতে মারা গেছে ৪২৫ জন। আক্রান্ত অবস্থায় আছেন বিশ হাজারের বেশি মানুষ।
করোনা গোত্রের নতুন ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ২৪টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে চীন ভ্রমণ করা নাগরিকদের দুই সপ্তাহ ধরে প্রবেশাধিকার বন্ধ রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরও একই ধরনের ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, মিসর, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, ইতালি সরকারও চীনের সঙ্গে ফ্লাইট বাতিলের পাশাপাশি চীনফেরত নাগরিকদের দেশে প্রবেশে কড়াকড়ি বাড়িয়েছে।