চীনে কয়লা খনি দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু

চীনে একটি কয়লা খনি দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ছবি : রয়টার্স
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরের একটি কয়লা খনিতে আটকে পড়া ২৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে শনিবার এ খবর জানায় রয়টার্স। ওই অঞ্চলে দুই মাসে এটি দ্বিতীয় খনি দুর্ঘটনা।
ডিয়াওশুইডং কয়লা খনিতে গত শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। কার্বন মনোক্সাইড হঠাৎ বেড়ে গিয়ে খনিতে আটকা পড়েছিলেন ২৪ জন। পরে ৩০ ঘণ্টার বেশি সময় ধরে অনুসন্ধানের পর জীবিত একজনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিনহুয়া। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
চীনে প্রায়ই মারাত্বক কয়লা খনি দুর্ঘটনায় বহু শ্রমিক মারা যায়। চংকিংয়ে গত সেপ্টেম্বরের শেষদিকেই আরেক খনি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ শ্রমিক।