ইউক্রেনে হামলার বিরুদ্ধে বিক্ষোভের ডাক নাভালনির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক কারাবন্দি অ্যালেক্সি নাভালনি ইউক্রেনে হামলার বিরুদ্ধে রাশিয়া ও অন্যত্র প্রতিদিন বিক্ষোভের ডাক দিয়েছেন।
বিষপ্রয়োগে ‘হত্যাচেষ্টা’র হাত থেকে বাঁচার পর গত এক বছর ধরে কারাগারে আছেন এ নেতা। ওই ‘হত্যাচেষ্টার’ জন্য ক্রেমলিনকে দায়ীও করেছিলেন তিনি।
গত মাস থেকে নতুন কিছু অভিযোগের ওপর নাভালনির বিচার শুরু হয়েছে; দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ডের মেয়াদ আরও এক দশক বা তারও বেশি বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
‘রাশিয়া শান্তির দেশ হতে চায়। কিন্তু অল্প কিছু মানুষই এখন আমাদের তেমন কিছু (শান্তির দেশ) বলবে,’ মস্কোর পূর্ব দিকে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তা কারাগার থেকে টুইটারে এমনটাই লিখেছেন নাভালনি।

তিনি বলেন, রাশিয়ানদের ‘ভীরু, চুপচাপ দেশের মানুষ’ হওয়া উচিত নয় যারা ‘যুদ্ধ খেয়াল না করার ভান করে’।
‘এটা একুশ শতকের তৃতীয় দশক। আর আমরা খবরে দেখছি মানুষ ট্যাংকে পুড়ছে, ঘরে বোমা পড়ছে। টিভিতে আমরা একটি পরমাণু যুদ্ধ শুরুর সত্যিকারের হুমকি দেখছি,’ বলেন নাভালনি।