পাকিস্তানের দারুণ বোলিংয়ে আড়াইশর আগে থামল ভারত

টস শেষে দুই অধিনায়কের সেই হাত না মেলানোর বিতর্ক দিয়েই শুরু হলো নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তানের লড়াই। লড়াইয়ে শুরুতে পাকিস্তান কিছুটা আধিপত্য করলেও ঘুরে দাঁড়ায় ভারত। ছোট্ট ছোট্ট ইনিংসে গড়ে তুলেছে আড়াইশ ছুঁই ছুঁই লড়াইয়ের পুঁজি। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় থাকা পাকিস্তানের জন্য সেটা বেশ কঠিন লক্ষ্যই হবে। তবে, বোলাররা নিজেদের কাজ করেছেন ঠিকঠাকই।
আজ সোমবার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছে ভারত।
টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হলো না ভারতের। উদ্বোধনী জুটিতে এলো ৪৮ রান। স্মৃতি মান্ধানা ৩২ বলে ২৩ রান করে ফিরলে ভাঙ্গে সেই জুটি।
এরপর মোটামুটি এভাবেই উইকেট হারিয়েছে ভারত। ভালো শুরুর পরও ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। বড় জুটিও গড়তে পারেননি তারা। প্রায় সব ব্যাটারই থেমেছে ৩০ এর ঘরে। প্রাতিকা রাউল (৩৭ বলে ৩১), হারমানপ্রীত কৌর (৩৪ বলে ১৯), জেমিমাহ রদ্রিগেজ (৩৭ বলে ৩২), দিপ্তি শর্মা (৩৩ বলে ২৫) ও স্নেহ রানা (৩৩ বলে ২০)।
এর মধ্যে হারলিন হার্লিন দেওল ছুটছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু কাছে গিয়ে ফেরেন তিনি ৬৫ বলে ৪৬ রান করে। শেষদিকে ঝড়ো ইনিংস খেলেন রিছা ঘোষ। ৩ চার আর ২ ছক্কায় ২০ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ফলে কোনো ব্যাটার পঞ্চাশ না ছুঁলেও আড়াইশ ছুঁইছুঁই রানের পুঁজি পেয়েছে ভারত।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন দিয়ানা বেগ। দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা। একটি করে উইকেট পেয়েছেন রামিন শামীম ও নাশরা সান্ধু।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৪৭/১০ (স্মৃতি ২৩, প্রাতিকা ৩১, হারমানপ্রীত ১৯, জেমিমাহ ৩২, দিপ্তি ২৫, স্নেহ রানা ২০, শ্রী চারানি ১, ক্রান্তি ৮, রেনুকা ০, রিছা ৩৫*; সাদিয়া ১০-০-৪৭-২, দিয়ানা ১০-১-৬৯-৪, ফাতিমা ১০-২-৩৮-২, শামীম ১০-০-৩৯-১, নাশরা ১০-৫২-১)।