খেলা বন্ধ রেখে মাঠে স্প্রে ছিটালেন ক্রিকেটাররা

রাজনৈতিক বৈরিতায় নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। শ্রীলঙ্কার এই মাঠটি অনেকটা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। যে কারণে মাঝেমধ্যেই মাঠে দুই দলের লড়াইয়ের ভেতর আসতে দেখা যায় তৃতীয় পক্ষকে। সেই সময় নিজেদের প্রতিদ্বন্দ্বিতা ভুলে উভয় দলের ক্রিকেটারদের লড়াই করতে হয় তৃতীয় পক্ষের বিপক্ষে। ভারত-পাকিস্তানের ম্যাচেও আজ রোববার (৫ অক্টোবর) তেমন কিছুই দেখা গেল।
ম্যাচের ২৯ ওভার চলছে। তখন পর্যন্ত ভারত কিংবা পাকিস্তান, এককভাবে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছে ভারত। এমন অবস্থায় গুনগুন করতে করতে মাঠে ঝাঁকে ঝাঁকে উড়ে এলো মশা। উইকেটে তখন দুই ব্যাটার জেমিমাহ রদ্রিগেজ ও হার্লিন দেওল। সেই গানে বেশ বিরক্তই হলেন তারা।
মাঠে থাকা পাকিস্তানের ফিল্ডাররাও বেরসিক গান শুনতে চাইলেন না। স্পিনার নাশরাহ সান্ধু আম্পায়ারকে জানালেন সেই কথা। এরপর মাঠে আনা হয় মশা তাড়ানোর স্প্রে। কয়েক মিনিট বন্ধ রাখা হয় খেলা। মশার সঙ্গে যুদ্ধে নেমে পড়েন মুনিবা আলী ও ফাতিমা সানারা। বেশ মজাও করতে দেখা গেল তাদের এটি নিয়ে।
প্রথমবারের যুদ্ধে মশাকে পরাজিত করা গেল না। ৩২ ওভারে আরও বেশি শক্তি সঞ্চয় করে যেন হানা দিল মশা। তাই এবার আম্পায়াররা বাধ্য হয়ে ডাক দিলেন পেশাদার যোদ্ধাদের অর্থাৎ মশা তাড়ানোর কীটনাশক ছিটানো ব্যক্তিদের। ফগার মেশিন দিয়ে মাঠে স্প্রে করলেন তারা।
এসময় দুই দলের ক্রিকেটারদের পাঠানো হলো ড্রেসিংমরুমে। খেলা বন্ধ রইল মিনিট ১৫। এরপর মশার উপদ্রব কমলে আবারও শুরু হয় খেলা।