এশিয়া কাপ ফাইনালে বৃষ্টি হলে জিতবে কারা?

এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা নামতে চলেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দর্শকরাও তাই অধীর আগ্রহে তাকিয়ে আছে ম্যাচটির দিকে। প্রশ্ন হচ্ছে, এমন হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টি হলে ফল কী হতে পারে?
এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮ টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টা)।
উত্তাপ ছড়ানো এই ম্যাচে বৃষ্টি হানা দিলে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য ওভার কমে আসতে পারে। সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সর্বনিম্ন ৫ ওভারের ম্যাচ হলেও মাঠে গড়াতে পারে। আবার একবারে পরিত্যক্ত হলে কী হবে সেটিও জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তারপরও অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যদি ম্যাচ ভেস্তে যায়, সেজন্য ফাইনালের জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডে। সোমবার, (২৯ সেপ্টেম্বর) রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
যদি ফাইনালের দিন (আজ) ও রিজার্ভ ডের (আগামীকাল) দুদিনই খেলা সম্ভব না হয়, অর্থাৎ ম্যাচ পরিত্যক্ত বা কোনো ফল না আসে, তাহলে এসিসির নিয়ম অনুযায়ী এশিয়া কাপের শিরোপা যৌথভাবে ভাগ করে নেবে ভারত ও পাকিস্তান।
এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত কখনোই দুটি দলকে যৌথভাবে শিরোপা জিততে দেখা যায়নি। তাই এমন কিছু হলে সেটিও হবে ইতিহাসে প্রথমবারের মতো ঘটা কোনো ঘটনা।
তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ দুবাইয়ের তাপমাত্রা থাকবে উত্তপ্ত, সেখানে বৃষ্টির কোনো শঙ্কা নেই। দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না।