এশিয়া কাপ
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

বাঁচা-মরার ম্যাচে বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে শ্রীলঙ্কাকে অল্প রানেই আটকে রেখেছিল পাকিস্তান। ব্যাটিংয়েও শুরুটা ভালোই করেছিল। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সেটাকে অবশ্য আফসোসের কারণ হতে দেননি হোসাইন তালাত আর মোহাম্মদ নাওয়াজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে সুপার ফোরে প্রথম জয় এনে দিয়েছেন এই দুজন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। জয় তুলে নেয় ৫ উইকেটে। এই জয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।
রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান। কিন্তু শুরুর সেই ছন্দে পতন ঘটতে খুব বেশি সময় লাগেনি। বিনা উইকেটে ৪৫ রান তোলার পর দ্রুতই ৪ উইকেট হারায় পাকিস্তান।
পাওয়ার-প্লের শেষ ওভারে ফেরেন সাহিবজাদা (১৫ বলে ২৪) আর ফখর (১৯ বলে ১৭)। পরের ওভারে বিদায় নেন সাইম আইয়ুবও (৩ বলে ২)। অধিনায়ক সালমান আলী আগা এদিনও ফিরেছেন ব্যর্থ হয়ে ৬ বলে ৫ রান করে।
পঞ্চম উইকেট জুটিতে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ হারিস আর হোসাইন তালাত। হারিস ১১ বলে ১৩ রান করে ফিরলে সেই জুটিও থামে ২৩ রানেই। তবে এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি তালাত আর মোহাম্মদ নাওয়াজ। ষষ্ঠ উইকেটে ৫৮ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুজন। তালাত ৩০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন আর নাওয়াজ ২৪ বলে ৩৮ রানে।
শ্রীলঙ্কার হযে ২টি করে উইকেট নেন হাসারাঙ্গা আর থিকসানা। একটি উইকেট যায় চামিরার ঝুলিতে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ২০ রানের মধ্যেই হারায় দুই ওপেনার কুশল মেন্ডিস (১ বলে ০), পাথুম নিশাঙ্কা (৭ বল ৮) ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি কুশল পেরেরা (১২ বলে ১৫), চারিথ আসালাঙ্কারা (১৯ বলে ২০)।
ব্যাটিং ব্যর্থতায় ১০০ পার হওয়ার আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল শ্রীলঙ্কার। বাকিদের ব্যর্থতার ভিড়ে লড়াকু ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন কামিন্দু মেন্ডিস। তার ৪৪ বলে ৫০ রানের ইনিংসে ১০০ ছাড়ানো পুঁজি পায় শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি। ২টি করে উইকেট পেয়েছেন হারিস রউফ আর হোসাইন তালাত। একটি উইকেট গেছে আবরার আহমেদের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৩/৮ (কুশল মেন্ডিস ০, নিশাঙ্কা ৮, কুশল পেরেরা ১৫, আসালাঙ্কা ২০, কামিন্দু মেন্ডিস ৫০, শানাকা ০, হাসারাঙ্গা ১৫, চামিরা ১, করুনারত্নে ১৭*, থিকসানা ০*; আফ্রিদি ৪-০-২৮-৩, ফাহিম ৪-০-৩৪-০, হারিস রউফ ৪-০-৩৭-২, সালমান ১-০-৫-০, হোসাইন ৩-০-১৮-২, আবরার ৪-০-৮-১)।
পাকিস্তান : (সাহিবজাদা ২৪, ফখর ১৭, সাইম ২, সালমান ৫, মোহাম্মদ হারিস ১৩, তালাত ৩২*, নাওয়াজ ৩৮*; থুসারা ৩-০-২৯-০, চামিরা ৪-০-৩১-১, থিসানা ৪-০-২৪-২, হাসারাঙ্গা ৪-০-২৭-২, আসালাঙ্কা ২-০-১১-০, করুনারত্নে ১-০-১১-০)।
ফলাফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী।