পাকিস্তানের বোলিং তোপে ১০০ ছাড়ানো পুঁজি শ্রীলঙ্কার

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। শুরুতেই পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে লঙ্কানরা। ব্যাটিং ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল চারিথ আসালাঙ্কারা। কামিন্দু মেন্ডিসের লড়াকু ব্যাটিংয়ে ১০০ ছাড়ানো পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ২০ রানের মধ্যেই হারায় দুই ওপেনার কুশল মেন্ডিস (১ বলে ০), পাথুম নিশাঙ্কা (৭ বল ৮) ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি কুশল পেরেরা (১২ বলে ১৫), চারিথ আসালাঙ্কারা (১৯ বলে ২০)।
ব্যাটিং ব্যর্থতায় ১০০ পার হওয়ার আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল শ্রীলঙ্কার। বাকিদের ব্যর্থতার ভীরে লড়াকু ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন কামিন্দু মেন্ডিস। তার ৪৪ বলে ৫০ রানের ইনিংসে ১০০ ছাড়ানো পুঁজি পায় শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি। ২টি করে উইকেট পেয়েছেন হারিস রউফ আর হোসাইন তালাত। একটি উইকেট গেছে আবরার আহমেদের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৩/৮ (কুশল মেন্ডিস ০, নিশাঙ্কা ৮, কুশল পেরেরা ১৫, আসালাঙ্কা ২০, কামিন্দু মেন্ডিস ৫০, শানাকা ০, হাসারাঙ্গা ১৫, চামিরা ১, করুনারত্নে ১৭*, থিকসানা ০*; আফ্রিদি ৪-০-২৮-৩, ফাহিম ৪-০-৩৪-০, হারিস রউফ ৪-০-৩৭-২, সালমান ১-০-৫-০, হোসাইন ৩-০-১৮-২, আবরার ৪-০-৮-১)।