টানা দুই ম্যাচ খেলার ব্যাপারে কী বলছেন বাংলাদেশ কোচ?

গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোর। এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ইতোমধ্যে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। সুপার ফোর শুরুর প্রথম দিনেই দুর্দান্ত ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে লিটন দাসের দল।
বাংলাদেশ বাকি দুটি ম্যাচ খেলবে ভারত আর পাকিস্তানের বিপক্ষে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর টানা দুই দিন হাইভোল্টেজ এই ম্যাচ দুটি খেলতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। সুপার ফোরে বাংলাদেশই একমাত্র দল যারা টানা দুটি ম্যাচ খেলবে। যে কারণে সুপার ফোরের এই সূচি নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন সিমন্স। সেখানে বলেন, এমন সূচি ন্যায্য নয়। তবে বাংলাদেশ দল প্রস্তুত আছে।
সিমন্স বলেন, ‘টানা দুটি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনো ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা দুই দিনে দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।’
আগামীকাল বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ধারে-ভারে ভারত এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, সেই সাড়ে তিন ঘণ্টায় কী হলো—সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’