ব্যালন ডি’অর : যেসব পুরস্কার দেওয়া হবে, মনোনীত হয়েছেন যারা

একজন ফুটবলারের জন্য সর্বোচ্চ মর্যাদার স্বীকৃতি ব্যালন ডি’অর। ফুটবলে অসাধারণ পারফরম্যান্স এবং অনন্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় এই পুরস্কার। ১৯৫৬ সাল থেকে প্রতিবছর ফ্রান্স ফুটবল কর্তৃক পুরস্কারটি দেওয়া হচ্ছে। সময়ের সঙ্গেপুরস্কারের ক্যাটাগরি বেড়েছে, বর্তমানে নারী ফুটবলাদেরও পুরস্কৃত করা হচ্ছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় ৬৯তম ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে। নারী ও পুরুষ মিলে পুরস্কার প্রদান করা হবে ১৩ টি ক্যাটাগরিতে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও ফরাসি পত্রিকা লেকিপ-এর মালিক ‘গ্রুপ আমরি’-র মধ্যে পার্টনারশিপে ২০২৫ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে ২০২৪/২৫ মৌসুমের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, উদীয়মান তরুণ খেলোয়াড়, শীর্ষ গোলদাতা, কোচ, ক্লাব ও একটি মানবিক পুরস্কার (সক্রেটিস অ্যাওয়ার্ড) দেওয়া হবে।
পুরুষ ও নারী মিলে গত বছর ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ২০২৫ সাল থেকে নারী ফুটবলের অর্জন উদযাপন করতে এবার তিনটি নতুন বিভাগ যুক্ত করা হচ্ছে, উইমেন’স ইয়াসিন ট্রফি (সেরা নারী গোলরক্ষক), উইমেন’স জার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা), উইমেন’স কোপা ট্রফি (সেরা তরুণ নারী খেলোয়াড়)।
ব্যালন ডি’অর:
মৌসুমের সেরা পুরুষ ও নারী ফুটবলারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নারীদের এই পুরস্কার দেওয়া শুরু হয় ২০১৮ সাল থেকে।
মনোনীত তালিকা (পুরুষ)
জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)
উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি)
জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি,পিএসজি)
দেজিরে দুয়ে (ফ্রান্স,পিএসজি)
ডেনজেল দামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান)
সেরহু গুইরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড)
ভিক্টর গিয়কেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল)
আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
আশরাফ হাকিমি (মরক্কো,পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ),
খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি)
রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা)
আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল)
লাওতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি)
নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি)
জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি)
মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ)
কোল পালমার (ইংল্যান্ড, চেলসি)
পেদ্রি (স্পেন, বার্সেলোনা)
রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা)
ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল)
ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি)
মোহাম্মদ সালাহ (মিশর, লিভারপুল)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
ভিতিনহা (পর্তুগাল, পিএসজি)
ফ্লোরিয়ান উইর্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।
মনোনীত তালিকা (নারী)
স্যান্ডি বাল্টিমোর (ফ্রান্স, চেলসি)
বারবারা বান্দা (জাম্বিয়া, অরল্যান্ডো প্রাইড)
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড, চেলসি)
ক্লারা বিউল (জার্মানি, বায়ার্ন)
মারিওনা কালদেন্তেই (স্পেন, আর্সেনাল)
সোফিয়া কান্তোরে (ইতালি, জুভেন্টাস/ওয়াশিংটন স্পিরিট)
স্টেফ ক্যাটলি (অস্ট্রেলিয়া, আর্সেনাল)
টেমওয়া চাউয়িঙ্গা (মালাউই, কানসাস সিটি)
মেলচি দ্যুমরনে (হাইতি, ওএল লিওনেস)
এমিলি ফক্স (যুক্তরাষ্ট্র, আর্সেনাল)
ক্রিস্টিয়ান জিরেল্লি (ইতালি, জুভেন্টাস)
এস্থার গঞ্জালেস (স্পেন, গোথাম এফসি)
ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন (নরওয়ে, বার্সেলোনা)
প্যাত্রি গুইহারো (স্পেন, বার্সেলোনা)
আমান্ডা গুতিয়ারেস (ব্রাজিল, পালমেইরাস)
হানা হ্যাম্পটন (ইংল্যান্ড, চেলসি)
পের্নিল হার্ডার (ডেনমার্ক, বায়ার্ন)
লিন্ডসে হিপস (যুক্তরাষ্ট্র, ওএল লিওনেস)
ক্লোয়ি কেলি (ইংল্যান্ড, ম্যানচেস্টার সিটি/আর্সেনাল)
ফ্রিদা লিওনহার্ডসেন মানউম (নরওয়ে, আর্সেনাল)
মার্তা (ব্রাজিল, অরল্যান্ডো প্রাইড)
ক্লারা মাতেও (ফ্রান্স, প্যারিস এফসি)
এভা পাওর (পোল্যান্ড, বার্সেলোনা)
ক্লাউদিয়া পিনা (স্পেন, বার্সেলোনা)
অ্যাক্সিয়া পুতেয়াস (স্পেন, বার্সেলোনা)
আলেসিয়া রুসো (ইংল্যান্ড, আর্সেনাল)
ইয়োহানা রিটিং কানেরিড (সুইডেন, চেলসি)
ক্যারোলিন ওয়িয়ার (স্কটল্যান্ড, রিয়াল মাদ্রিদ)
লিয়া উইলিয়ামসন (ইংল্যান্ড, আর্সেনাল)।
কোপা ট্রফি:
১৯৫৮ সালের ব্যালন ডি’অরজয়ী রেমন্ড কোপার নামানুসারে পুরস্কারটি ২০১৮ সাল থেকে চালু হয়েছে। ২১ বছরের কম বয়সী সেরা তরুণ খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়।
মনোনীত খেলোয়াড়দের তালিকা (পুরুষ)
আইয়ুব বুয়াদ্দি (ফ্রান্স, লিল)
পাও কুবারসি (স্পেন, বার্সেলোনা)
দেজিরে দুয়ে (ফ্রান্স, পিএসজি)
এস্তেভাও উইলিয়ান (ব্রাজিল, পালমেইরাস/চেলসি)
ডিন হুইসেন (স্পেন, বোর্নমাউথ/রিয়াল মাদ্রিদ)
মাইলস লুইস-স্কেলি (ইংল্যান্ড, আর্সেনাল)
রদ্রিগো মোরা (পোর্টুগাল, পোর্তো)
জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
কেনান ইয়িলদিজ (তুরস্ক, জুভেন্টাস)।
মনোনীত খেলোয়াড়দের তালিকা (নারী)
মিশেল আগিমেয়াং (ইংল্যান্ড, ব্রাইটন)
লিন্ডা কাইসেডো (কলম্বিয়া, রিয়াল মাদ্রিদ)
ভিকি কাপটিন (নেদারল্যান্ডস, চেলসি)
ভিকি লোপেজ (স্পেন, বার্সেলোনা)
ক্লাউদিয়া মার্টিনেজ ওভান্ডো (প্যারাগুয়ে, ক্লাব অলিম্পিয়া)।
ইয়াসিন ট্রফি:
মৌসুমের সেরা গোলরক্ষককে দেওয়া হয় এই ট্রফি। রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে নামানুসারে পুরস্কারটি দেওয়া শুরু হয় ২০১৯ সাল থেকে।
মনোনীত খেলোয়াড়দের তালিকা (পুরুষ)
অ্যালিসন বেকার (ব্রাজিল, লিভারপুল)
ইয়াসিন বুনু (মরক্কো, আল হিলাল)
লুকাস শেভালিয়ে (ফ্রান্স, লিল/পিএসজি)
থিবো কোর্তোয়া (বেলজিয়াম, রিয়াল মাদ্রিদ)
জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, পিএসজি/ম্যানচেস্টার সিটি)
এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)
জান ওব্লাক (স্লোভেনিয়া, অ্যাটলেতিকো মাদ্রিদ)
ডেভিড রায়া (স্পেন, আর্সেনাল)
ম্যাটজ সেলস (বেলজিয়াম, নটিংহাম ফোরেস্ট)
ইয়ান সোমার (সুইজারল্যান্ড, ইন্টার মিলান)
মনোনীত খেলোয়াড়দের তালিকা (নারী)
অ্যান-ক্যাটরিন বার্গার (জার্মানি, গোথাম এফসি)
কাটা কয় (স্পেন, বার্সেলোনা)
হানা হ্যাম্পটন (ইংল্যান্ড, চেলসি)
চিয়ামাকা এনাদোজি (নাইজেরিয়া, প্যারিস এফসি/ব্রাইটন)
ড্যাফনে ভ্যান ডোমসেলার (নেদারল্যান্ডস, আর্সেনাল)।
গার্ড মুলার ট্রফি:
জার্মান কিংবদন্তি গার্ড মুলারের নামে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের নামে এই পুরস্কার চালু করা হয় ২০২২ সাল থেকে। এর এক বছর আগে এই পুরস্কার প্রথমবার দেওয়া হয় ‘স্ট্রাইকার অফ দ্য ইয়ার’ নামে।
সক্রেটিস অ্যাওয়ার্ড:
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সক্রেটিসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। মানবিক কাজে বিশেষ অবদানের জন্য ২০২২ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়।
বর্ষসেরা ক্লাব:
২০২১ সাল থেকে মৌসুমের সেরা পুরুষ ক্লাব ও ২০২৩ সাল থেকে মৌসুমের সেরা নারী ফুটবলের সেরা ক্লাবকে পুরস্কার দেওয়া হয়।
মনোনীত ক্লাব (পুরুষ)
বার্সেলোনা (স্পেন)
বোটাফোগো (ব্রাজিল)
চেলসি (ইংল্যান্ড)
লিভারপুল (ইংল্যান্ড)
পিএসজি (ফ্রান্স)
মনোনীত ক্লাব (নারী)
নারী ফুটবলের সেরা ক্লাবকে সম্মান জানাতে ২০২৩ সাল থেকে এই পুরস্কার চালু হয়েছে।
আর্সেনাল (ইংল্যান্ড)
বার্সেলোনা (স্পেন)
চেলসি (ইংল্যান্ড)
লিঁও (ফ্রান্স)
অরল্যান্ডো প্রাইড (যুক্তরাষ্ট্র)।
ইয়োহান ক্রুইফ ট্রফি:
২০২৪ সাল থেকে বর্ষসেরা পুরুষ ও নারী কোচকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে।
মনোনীতদের তালিকা (পুরুষ)
আন্তোনিও কন্তে (ইতালি, নাপোলি)
লুইস এনরিক (স্পেন, পিএসজি)
হান্সি ফ্লিক (জার্মানি, বার্সেলোনা)
এনজো মারেস্কা (ইতালি, চেলসি)
আর্নে স্লট (নেদারল্যান্ডস, লিভারপুল)।
মনোনীতদের তালিকা (নারী)
সোনিয়া বোমপাস্তর (ফ্রান্স, চেলসি)
আর্থার এলিয়াস (ব্রাজিল, ব্রাজিল জাতীয় দল)
জাস্টিন মাদুগু (নাইজেরিয়া, নাইজেরিয়া জাতীয় দল)
রেনে স্লেজার্স (নেদারল্যান্ডস, আর্সেনাল)
সারিনা উইগমান (নেদারল্যান্ডস, ইংল্যান্ড জাতীয় দল)