ম্যাচ হারের পরও যেখানে জিতেছে পিএসজি

প্যারিসের জন্য রাতটা ছিল একই সঙ্গে আনন্দ ও দুঃখের। তবে দুঃখ ছাপিয়ে উল্লাসেই মেতেছে ফ্রান্সের শহরটি। কেননা ব্যালন ডি’অরের ৬৯তম আসরে তারা যে বাজিমাত করেছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে জমকালো আয়োজনে ৬৯তম ব্যালন ডি’অরের আসর বসেছিল প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে। বর্ষসেরা ক্লাবের তকমা পাওয়া পিএসজি সেই রাতেই লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।
মার্সেইয়ের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগার্ডের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। এরপর পুরো ম্যাচে তারা আর গোল শোধ করতে পারেনি।
ফরাসি লিগে নিজ ক্লাবের শহরের হারটা ভুলে গেছিল প্যারিসবাসীরা। ক্লাবের পোস্টারবয় উসমান দেম্বেলেও যে তাদের ঘরের ছেলে। আবার তার হাতে ব্যালন ডি’অর পুরস্কারটাও তুলে দেওয়া হয়েছে নিজেদের শহরেই। তা নিয়েই রাতে উৎসবে মেতেছিল তারা।
প্যারিসের ক্লাব পিএসজি পুরো মৌসুমজুড়েই সাফল্যে ভেসেছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাওয়া পিএসজি মৌসুমে লিগ ওয়ান, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপও ঘরে তোলে। যদিও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির বিপক্ষে হেরে রানার্সআপ হয় পিএসজি।
ট্রেবলজয়ী ক্লাবটির মৌসুমজুড়ে সাফল্যের আরো এক দফা স্বীকৃতি পেল গত রাতে। দলগত ও ব্যক্তিগত উইয়ক্ষেত্রেই পুরস্কার অর্জন করেছে তারা। পেয়েছে মৌসুমের সেরা ক্লাবের স্বীকৃতি। ডাগআউটে দাঁড়িয়ে ক্লাবকে সফল্যের পথ দেখানো লুইস এনরিকে জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। আর ক্লাবের পোস্টারবয় দেম্বেলেকে ব্যালন ডি’অরটা হাতে তুলে দিয়েছেনে ক্লাবের আরেক কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো।
গতকালের হারে লিগ ওয়ানে শীর্ষস্থান হারিয়েছে পিএসজি। তাদের ওপরে এখন মোনাকো। কিন্তু এই হারটা তাদের জন্য মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়নি। একই সময়ে তাদের নিজের শহরে খুশির আমেজ বয়ে গেছে। খেলা চলাকালীন পিএসজিকে ঘোষণা করা হয়েছে বিশ্বের সেরা ক্লাব। মার্শেই অবশ্য ম্যাচটি জয়ের পর গর্ব করতে বলতেই পারে বিশ্বের সেরা ক্লাবকে তারা হারিয়েছে।