দেখে নিন ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার পেলেন

ফুটবলে অসাধারণ পারফরম্যান্স এবং অনন্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ উয়েফা, ফ্রান্স ফুটবল ও ফরাসি পত্রিকা লেকিপ এর যৌথ আয়োজনে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়ে থাকে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে জমকালো আয়োজনে ৬৯তম ব্যালন ডি’অরের আসর বসেছিল প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে।
মৌসুমের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের হাতে পুরস্কার ওঠার পাশপাশি বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১১ টি পুরস্কার তুলে দেওয়া হয়েছে এই আয়েজনে।
এক নজরে ব্যালন ডি’অর ২০২৫ :
ব্যালন ডি’অর (পুরুষ) : উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী) : আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি : মৌসুমের সেরা গোলরক্ষককে দেওয়া হয় এই ট্রফি। রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে নামানুসারে পুরস্কারটি দেওয়া হয়।
পুরুষ : জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
নারী : হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
ইয়োহান ক্রুইফ ট্রফি : ২০২৪ সাল থেকে বর্ষসেরা পুরুষ ও নারী কোচকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে।
পুরুষ : লুইস এনরিকে (পিএসজি)
নারী : সারিনা উইগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি: ১৯৫৮ সালের ব্যালন ডি’অরজয়ী রেমন্ড কোপার নামানুসারে পুরস্কারটি ২০১৮ সাল থেকে চালু হয়েছে। ২১ বছরের কম বয়সী সেরা তরুণ খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়।
পুরুষ : লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
নারী : ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব : ২০২১ সাল থেকে মৌসুমের সেরা পুরুষ ক্লাব ও ২০২৩ সাল থেকে মৌসুমের সেরা নারী ফুটবলের সেরা ক্লাবকে পুরস্কার দেওয়া হয়।
পুরুষ : পিএসজি
নারী : আর্সেনাল
গার্ড মুলার ট্রফি : জার্মান কিংবদন্তি গার্ড মুলারের নামে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের নামে এই পুরস্কার চালু করা হয় ২০২২ সাল থেকে। এর এক বছর আগে এই পুরস্কার প্রথমবার দেওয়া হয় ‘স্ট্রাইকার অফ দ্য ইয়ার’ নামে।
পুরুষ : ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন)
নারী : এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড : ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সক্রেটিসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। মানবিক কাজে বিশেষ অবদানের জন্য ২০২২ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। এবছর এই আওয়ার্ডটি পেয়েছে ‘জানা ফাউন্ডেশন।’
পিএসজি কোচ লুইস এনরিকের মেয়ে জানা। মাত্র নয় বছর বয়সে মারা যায় সে। তার নামেই এই ফাউন্ডেশন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে থেকে কাজ করে তারা।