প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়ার হুমকি ইশরাকের

আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করেছে বিসিবি নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে দেশের ক্রিকেট পাড়ায়। যার প্রথম ঝাঁঝ ছড়ালো আজ। প্রয়োজনে বিসিবি ঘেরাওয়ের হুমকি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বিসিবি নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগে আজ সংবাদ সম্মেলন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আগামী নির্বাচনে বিসিবি সভাপতি প্রার্থী তামিম ইকবাল। সেখানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনও।
বিসিবি নির্বাচনের জন্য জেলাগুলো থেকে কাউন্সিলর হিসেবে নাম দেওয়া হয়েছিল জেলা প্রশাসন থেকে। যাদের বেশিরভাগ নামই ছিল গত বছরের ৫ আগস্টের পরে গঠন করা অ্যাডহক কমিটির বাইরে থেকে। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই তালিকা বাদ দিয়ে অ্যাডহক কমিটির মধ্য থেকে তালিকা দিতে চিঠি পাঠিয়েছেন।
জেলা প্রশাসকদের পাঠানো সেই তালিকা বহাল রাখার দাবি জানিয়ে ইশরাক হোসেন বলেন, ‘বিভিন্ন জেলায় যারা খ্যাতনামা স্পোর্টস অর্গানাইজার আছে তাদেরকেই কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হোক, যেটি ইতোমধ্যে দেওয়া হয়েছিল। একেকটি জেলার যারা ডিসি সাহেবরা আছেন তারা অবগত, তারা তো রাস্তা থেকে কাউকে ধরে এনে বানিয়ে দেবে না। আর অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে, এমন কথা গঠনতন্ত্রের কোথাও লেখা নেই।’
প্রয়োজনে বিসিবি ঘেরাওয়ের হুশিয়ারি দিয়ে ইশরাক বলেন, ‘এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে কিন্তু কোনোভাবে বিসিবি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবেন, একটা দল ক্ষমতায় এসে কর্তৃত্ব করার জন্য আর আমরা বসে বসে দেখব, এটা সম্ভব হবে না। এটা আমরা হতে দেব না। এটা আমাদের স্পষ্ট বার্তা।’
কাউন্সিলর পরিবর্তন করা হলে সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কথা জানিয়ে ইশরাক বলেন, ‘কোনোভাবেই ডিসি সাহেবদের ওপর চাপ প্রয়োগ করে কাউন্সিলর পরিবর্তন করার যে প্রয়াস তারা নিয়েছে, সেটিকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমরাও তাহলে যেকোনো সময় রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি। এখানে আমরা রাজনীতি করতে আসিনি, যে কথাটি বারবার বলা হচ্ছে।’