বিসিবির নির্বাচন করছেন না মাহবুব আনাম

মহবুব আনাম ২০০১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত। বোর্ডের প্রায় সব প্রশাসনেই ছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল, এবার তিনি সভাপতি পদের জন্য লড়বেন। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অক্টোবরে। কিন্তু হঠাৎ করেই জানা গেল, বিসিবি পরিচালক ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক মহবুব আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না।
নির্বাচন ঘনিয়ে আসার সময়ে তাকে নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। বোর্ডের ভেতরের অনেকেই মনে করছেন, এসব চাপের কারণেই হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মাহবুব।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমনই একটি প্রতিবেদন তুলে ধরেছে। বুধবার (২০ আগস্ট) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহবুব বলেন, ‘আমি আগেই বলেছি যদি পরিবেশ ভালো না হয়, আমি নির্বাচনে অংশ নেব না এবং যা ঘটছে, আমি মনে করি এটি শেষ হবে না।’
বর্তমানে মাহবুব বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
খেলোয়াড়ি জীবন শেষে মহবুব আনাম ক্রিকেট প্রশাসনে আসেন ১৯৮৬ সালে। তখন তিনি ঢাকা মেট্রোপলিটনের ক্রিকেট কমিটির (সিসিডিএম) সঙ্গে কাজ শুরু করেন। এরপর ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। এরপর থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন।