যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনার পারদে ঠাসা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের লড়াই ছড়িয়ে যায় গ্যালারি থেকে টেলিভিশনের সামনে থাকা দর্শকদের মাঝে। মাঠের ভেতরের আলোচনার সঙ্গে সঙ্গে বাইরের বিতর্কও সমানভাবে দেখা যায়।
চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচেও দেখা গিয়েছিল তেমন বিতর্ক। সেই বিতর্কের রেশ শেষ হতে না হতেই সুপার ফোরের লড়াইয়ে আবারও মাঠে নামছে দুই দল। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
গ্রুপ পর্বের সেই দেখায় ভারত-পাকিস্তান যে দ্বৈরথের কথা বলা হয়, মাঠের খেলায় তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ম্যাচে একক আধিপত্য করেছে ভারত। ব্যাট কিংবা বল, কোনো কিছুতেই লড়াই জমিয়ে তুলতে পারেনি ম্যান ইন গ্রিনরা।
ভারতের বিপক্ষে সেই ম্যাচের পরে আরব আমিরাতের বিপক্ষে জোড়া পরিবর্তন এনেছিল পাকিস্তান। একাদশে ফিরেছিলেন পেসার হারিস রউফ আর অলরাউন্ডার খুশদিল শাহ। সেই ম্যাচের অপরিবর্তীত একাদশ নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে পাকিস্তান।
দারুন ছন্দে থাকা ভারতও উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাইবে না, যদি না অক্ষর প্যাটেল চোট থেকে ফিরে না আসতে পারে। ভারতের সর্বশেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর আর ওমানের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি তিনি।
যদি শেষ পর্যন্ত অক্ষর প্যাটেল না খেলেন, তাহলে একাদশে পরিবর্তন আসতে পারে। তিন স্পিনারের পরিবর্তে তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে ভারত।
ভারতের সম্ভাব্য একাদশ :
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সানজু স্যামসন, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, আর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
সালমান আলী আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।