নবীর তাণ্ডবের পর বাংলাদেশের সামনে নতুন সমীকরণ

ম্যাচটি আফগানিস্তান আর শ্রীলঙ্কার হলেও আগ্রহ বেশি ছিল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের । কারণ এই ম্যাচ দিয়েই নির্ধারণ হবে বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য। সেজন্য শ্রীলঙ্কাকে জিততে হবে। তবে আফগানিস্তান জিতলেও সুযোগ আছে বাংলাদেশের জন্য।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এমন ম্যাচে টস হেরে বল করতে নেমে দুর্দান্ত খেলছিল শ্রীলঙ্কা। নুয়ান থুসারার অগ্নিঝরা বোলিংয়ে হাঁসফাঁস করে ফিরছিল আফগান ব্যাটাররা। একটা সময় শঙ্কা জেগেছিল ১০০ রানের আগেই আফগানিস্তানের অলআউট হওয়ার। তবে সেই রান চলে গেছে ১৬৯-এ। তাই নতুন আবার করে সমীকরণ মেলাতে বসতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।
ম্যাচ যেহেতু এখনও শেষ হয়নি তাই শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। যদিও স্কোরবোর্ডে বেশ বড় পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। যদি লঙ্কানরা জিতে যায় তাহলে, কোনো যদি-কিন্তু ছাড়াই বাংলাদেশ সুপার ফোরে খেলবে।
আফগানরা জিতলেও বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে, যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে ১০০ রানের মধ্যে আটকে রাখতে পারে। তাহলেই বাংলাদেশ কোয়ালিফাই করবে সুপার ফোরে।
আর যদি এই দুই সমীকরণের কোনোটিই না মেলে তাহলে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে খেলবে আফগানিস্তান আর শ্রীলঙ্কা।