জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন শ্রীলঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে
আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। জয়ের পরে উল্লাসের প্রস্তুতি নিচ্ছিল পুরো দল। কিন্তু মুহুর্তেই সেই আনন্দ বিষাদে পরিণত হলো। লঙ্কান মূল্লুক থেকে খবর গেলো দুনিয়ার সফর শেষ করেছেন স্পিনার দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে। এমন খবরে শোকে আচ্ছন্ন হয়ে পরে পুরো শ্রীলঙ্কা দল।
খবর পেয়ে লঙ্কান কোচ সনাৎ জয়সুরিয়া ছুটে গিয়ে সান্ত্বনা দিতে থাকেন ২২ বছর বয়সী ভেল্লালাগেকে। শ্রীলঙ্কার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বাবার মৃত্যুর খবর পেয়ে তখনই আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা করেছেন ভেল্লালাগে।
দেশটির গণমাধ্যম আদাদেরানার প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে ড্রেসিংরুমে থাকাকালে ভেল্লালাগের কাছে এই হৃদয়বিদারক খবর আসে। প্রথমে তাকে জানানো হয়, বাড়িতে জরুরি মেডিক্যাল ব্যবস্থাপনার কথা। এরপর জানানো হয় ভেল্লালাগের বাবা আর নেই।
জানা যায়, দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগেও এক সময় প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ চলাকালে কলম্বোয় হঠাৎই হৃদ্রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন তিনি।
সংবাদমাধ্যম লঙ্কাসারার তথ্যমতে, ওই সময় খেলা দেখছিলেন ৫৪ বছর বয়সী সুরঙ্গা ভেল্লালাগে। মানসিক চাপে ভোগার পর বুকে ব্যথা শুরু হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তিনি আর বেঁচে ফেরেননি।
লঙ্কান স্পিনার ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস, পেসার তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার একাদশে ঢুকেছিলেন দুনিথ ভেল্লালাগে। তবে এটাই এবারের এশিয়া কাপে শেষ ম্যাচ হয়ে গেলো তার।
প্রসঙ্গত, আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। এর আগে জয়সুরিয়ার শিষ্যরা তিন ম্যাচের সবকটিতে জিতেই গ্রুপপর্ব শেষ করে।