চমক দেখিয়ে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

এশিয়া কাপ শুরু হতে খুব বেশিদিন নেই। টুর্নামেন্টকে সামেনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলো। এদিকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলে ফিরেছেন লঙ্কানদের অন্যতম সেরা তারকা ওয়ানিন্দু হাসারাঙা।
দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিং চোটে হাসারাঙ্গা। ফলে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি খেলতে পারেননি। তবে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য তাকে ফিরিয়ে এনেছে এসএলসি। ১৬ সদস্যের স্কোয়াডে লঙ্কানদের নেতৃত্ব দেবেন তারকা চারিথ আসালাঙ্কা।
এবারের এশিয়া কাপের দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুশমন্থ চামিরা।
টুর্নামেন্টে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে। এরপর ১৫ সেপ্টেম্বর হংকং এবং ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।