শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ে কারা এগিয়ে?

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আফগানিস্তান আর শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) ম্যাচ দিয়েই নির্ধারণ হবে ‘বি’ গ্রুপের সুপার ফোরের ভাগ্য। যেখানে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ম্যাচ শেষে জানা যাবে, এই গ্রুপ থেকে কোন দুই দল যাবে সুপার ফোরে।
এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। সেজন্য শ্রীলঙ্কার প্রতি সমর্থন থাকবে বাংলাদেশিদের। গ্যালারিতেও তাই সমর্থনে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। কিন্তু মাঠের খেলায় কারা এগিয়ে? সেই প্রশ্নই এখন ঘুরছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে।
অতীত পরিসংখ্যান বাংলাদেশি সমর্থকদের আশা জাগাবে। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে আটবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এর মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা। বাকি তিনটি ম্যাচ জিতেছে আফগানরা।
এশিয়া কাপে অবশ্য দুই দলের লড়াইটা সমান সমান। ২০২২ এশিয়া কাপে গ্রুপ পর্বে জিতেছিল আফগানিস্তান। সেই ম্যাচটিও ছিল আবুধাবিতে। তবে সুপার ফোরে জিতে সেই হারের প্রতিশোধ নিয়েছিল শ্রীলঙ্কা।
২০২৪ সালে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ খেলেছে আফগানিস্তান-শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা জিতেছিল ২-১ ব্যবধানে। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল আফগানরা। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর একে অপরের বিরুদ্ধে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।