লজ্জার রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের ওপেনার

সাইম আইয়ুব হ্যাটট্রিক করেছেন, কিন্তু সেটি অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মাধ্যমে। পাকিস্তানের এই ওপেনার উইকেট তুলে নেওয়ার বদলে উইকেটে বিলিয়ে দিয়ে এসেছেন। টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লেখালেন তিনি।
এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে ওমান ও ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন সাইম। তৃতীয় ম্যাচে গতকাল (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবশ্য এক বল খেলেছেন। এরপর দ্বিতীয় বলেই ডিপ থার্ড ম্যানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন।
এই পারফরম্যান্সে লজ্জার রেকর্ডে জড়িয়ে গেছে সাইমের নাম। তার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস শুরু করতে নেমে টানা তিন ম্যাচে শূন্য রান করে ফিরেছেন আরও পাঁচজন। সেখানে তার নিজ দেশেরও একজন আছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ডে নাম লেখান মোহাম্মদ হাফিজ।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার (২০০৯), রুয়ান্ডার ইমানুয়েল সাবেরিম, নেপালের কুশাল ভুর্তেল, থাইল্যান্ডের চালোয়েমওং এবং সিঙ্গাপুরের আর্নাভ মানোজও এই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।
টি-টোয়েন্টিতে সব পজিশন মিলিয়ে টানা তিন ম্যাচে শূন্য রানে ফিরেছেন এমন ক্রিকেটার আছেন মোট ৫৬ জন। তবে দুই দফায় এই ‘শূন্য রানে ফেরার হ্যাটট্রিক’ করেছেন কেবল শ্রীলঙ্কার দাসুন শানাকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ইনিংসে শূন্য রানে ফেরার রেকর্ডও রয়েছে। এই বিরল রেকর্ডে নাম লেখানো চার ক্রিকেটারের একজন সাইমের নিজ দেশের, আব্দুল্লাহ শাফিক। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি এবং এর আড়াই বছর পর আফগানিস্তানের বিপক্ষে আরও দুটি ম্যাচে শূন্য রানে আউট হন শাফিক। বাকি তিনজন হচ্ছেন হংকংয়ের আনাস খান, তুরস্কের জাফার দুরমুজ ও আইভরি কোস্টের ওউটারা জাকারিজা।
সাইমও এখন এই তালিকায় নাম লেখানোর দ্বারপ্রান্তে। পরের ম্যাচে ভালো খেলে তিনি হয়তো এই লজ্জার হাত থেকে বাঁচতেই চাইবেন।