বাংলাদেশের সব চিন্তা এখন বিশ্বকাপ নিয়ে

টানা সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথমে প্রোটিয়াদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছিল তাদের। এরপর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তাদের হারিয়ে শিরোপা জিতেছে যুব টাইগাররা। দুই সিরিজের ট্রফি নিয়ে গতরাতে দেশে ফিরেছে তামিম-জাওয়াদরা।
আগামী বছরের জানুয়ারীতে যৌথভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। বিশ্বকাপের পূর্ণ প্রস্তুতি নিতেই দেশের বাইরে এতো টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের আয়োজক জিম্বাবুয়েতে সিরিজ খেলার কারণও ছিল বিশ্বকাপ। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সেসব নিয়ে কথা বলেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় এবং জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ বিশ্বকাপের আগে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বলে মনে করেন তামিম। তিনি বলেন, 'আমাদের উন্নতি হয়েছে গত কয়েকদিনে। আমরা মিডল অর্ডারের ব্যাটাররা ভালো করছি। আব্দুল্লাহ, রিজানরা দারুণ পারফর্ম করছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল সবার কম্বিনেশনে একটা ভালো পারফরম্যান্স হয়েছে।'
মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকেই বাংলাদেশের চিন্তা এখন বিশ্বকাপ নিয়ে জানিয়ে তামিম বলেন, 'সবকিছুই উপরে, আল্লাহর হাতে। আমরা ওইভাবেই চেষ্টা করছি, ওইভাবে প্রিপারেশন নিচ্ছি, আমাদের সবকিছু ওইভাবে। এক বছর ধরে আমরা হার্ড ওয়ার্ক করছি। মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা করছি।'
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রান পায়নি টপঅর্ডার ব্যাটাররা। দ্রুত তিন উইকেট হারানোর পরে দায়িত্ব নেন অলরাউন্ডার রিজান হোসেন। ব্যাটহাতে খেলেন ৯৫ রানের ইনিংস। এরপর বলহাতেও পাঁচ উইকেট শিকার করেন তিনি।
রিজানের প্রশংসা করে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় যে বিপদের সময় আমরা যখন স্ট্রাগল করছিলাম, সেই সময় রাতুল দুটি ম্যাচ জিতিয়েছে। এটা অনেক ভালো কিছু। শেষ ম্যাচে রিজান যে পারফর্ম করেছে...(সেটা দারুণ)। যখন টিম স্ট্রাগল করে তখন কেউ এসে যদি ভালো পারফরম্যান্স করে টিমকে জেতায়, সেটা অসাধারণ।'