হঠাৎ পিএসজি ছাড়ছেন কেন দোনারুম্মা ?

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) পোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ক্লাবটির সাথে এবার তার সম্পর্কের ফাটল ধরেছে। সুপার কাপের স্কোয়াড থেকে বাদ পড়ায় এখন দুই পক্ষের মাঝে টানাপোড়েন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত প্যারিস ছেড়ে হয়ত নতুন কোন ঠিকানায় যেতে পারেন এই গোলরক্ষক। গুঞ্জন রয়েছে দোন্নারুম্মার পরবর্তী ঠিকানা হতে পারে ইংলিশ কোন ক্লাব।
ইউরোপিয়ান সুপার কাপে ইংলিশ ক্লাব টটেনহামের মুখোমুখি হবে পিএসজি। সুপার কাপের স্কোয়াডে দোন্নারুম্মাকে রাখা হয়নি। আর এই ঘটনায় তাকে নিয়ে এবার গুঞ্জনটা আরও জোরালো হয়েছে। ফরাসি ক্লাবটির এই সিদ্ধান্তকে অনেকেই তার ক্লাব ছাড়ার আগাম বার্তা হিসেবে দেখছেন।
দোনারুম্মার সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি শেষ হবে ২০২৬ সালে। তবে এই গোলরক্ষক আর চুক্তি নবায়ন করবেন না বলেই উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে। পছন্দমতো ক্লাব পেলে এই মৌসুমেই ছাড়তে পারেন ক্লাব। এমন পরিস্থিতিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি দুই ক্লাবই তার প্রতি আগ্রহ দেখিয়েছে।
মেইল অনলাইনের খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি দোন্নারুম্মাকে কিনতে আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দাম প্রস্তাব করেনি তারা।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দোনারুম্মা পিএসজি সুপার কাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন। নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে তার কোনো সমঝোতা হয়নি। লুকাস শেভালিয়ারের ওপর ক্লাবের আস্থা থাকায় তিনি এই গ্রীষ্মে বা ২০২৬ সালে ফ্রি এজেন্ট হয়ে দল ছাড়বেন। প্রিমিয়ার লিগ ক্লাবগুলো তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
দোনারুম্মা ২০২১ সালে এসি মিলান ছেড়ে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে আসেন। প্যারিসের ক্লাবটির হয়ে টানা চারবার লিগ জয়ের পাশাপাশি একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।
পিএসজি ইতোমধ্যে দোনেরুম্মার বিক্ল্পও বের করে ফেলেছে। পাঁচ বছরের চুক্তিতে লিঁল থেকে লুকাস শেভালিয়ারকে দলে ভিড়িয়েছে তারা। সুপার কাপের ম্যাচ থেকেই ২৫ বছর বয়সী এই গোলরক্ষককে দেখা যেতে পারে পিএসজির পোস্টের নিচে।