আবেগঘন বার্তায় পিএসজিকে বিদায় দোনারুম্মার

রাতে উয়েফা সুপার কাপের লড়াইয়ে মুখামুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও ইউরোপা লিগ জয়ী টটেনহাম। যেখানে দেখা যাবে না পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মাকে। প্যারিসের ক্লাবটির পোস্টে তিনি ওয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন, অথচ তাকে মনে আঘাত নিয়ে ক্লাব ছাড়তে হচ্ছে এবার। সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে আবেগঘন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দোনারুম্মা নিজেই।
কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল ক্লাব ছাড়তে যাচ্ছেন দোনারুম্মা। এরই মাঝে তার বিকল্প হিসেবে নতুন গোলরক্ষককে দলে ভিড়িয়েছেন কোচ লুইস এনরিকে। এমনকি পিএসজি কোচ তাকে সুপার কাপের স্কোয়াড থেকেও দেন। এরপরই গুঞ্জনটা আরো জোড়ালো হয়। এরপরই গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দোন্নারুম্মা জানিয়েছেন, ‘প্রথমদিন থেকেই আমি মাঠে ও বাইরে নিজের সবটুকু দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন আমি আর এই দলের সঙ্গে থাকতে পারব না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারব না। যার কারণে আমি খুবই হতাশ ও বেদনাহত।’
তবে এই ইতালিয়ান গোলরক্ষকের ক্লাব ছাড়ার পেছনে পুরো দায়টা নিজের ওপরই নিয়েছেন কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘এতে কোন সন্দেহ নেই যেন দোন্নারুম্মা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। একইসঙ্গে তিনি একজন ভালো মানুষ। কিন্তু উচ্চপর্যায়ের ফুটবলারদের জীবন এমনই। এই সিদ্ধান্তের জন্য আমি নিজেই শতভাগ দায়ী। আমার দলের জন্য যেমন গোলরক্ষক প্রয়োজন, সেই চাহিদা অনুযায়ী এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
গত শনিবার ফরাসি ক্লাব লিলে থেকে গোলরক্ষক লুকাস শ্যাভালিয়েরকে দলে ভিড়িয়েছে পিএসজি। ইএসপিএনের তথ্যমতে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি ও অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ইউরোর সম্ভাব্য বোনাস মিলিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। তারা এটিও জানিয়েছে যে এনরিকে তাকে প্রধান গোলরক্ষক হিসেবেই কিনে নিয়েছেন এবং দোন্নারুম্মাসহ দুজন শীর্ষ গোলরক্ষককে দলে রাখতে আগ্রহী না ক্লাবটি। একইসঙ্গে তার চাওয়া ছিল এমন গোলরক্ষক, যিনি পা দিয়ে বল দেওয়াতে সমান পারদর্শী। নতুন গোলরক্ষক লুকাসের মাঝে হয়ত তেমনটাই দেখেছেন তিনি।
পিএসজি ছাড়ার ঘোষণায় ইনস্টাগ্রামে দোন্নারুমা লিখেছেন, ‘আশা করি আমি পার্ক দে প্রিন্সেসে শেষবার মাঠে নেমে সমর্থকদের বিদায় বলার জন্য সুযোগ পাব। যদি তা না হয়, তাহলে বলতে চাই আপনাদের সমর্থন আমার কাছে কতটা দামি, যা আমি কখনও ভুলব না। আপনাদের সকল আবেগ, যা আমাকে অনেক জাদুকরী রাত দিয়েছে এবং এই জায়গাটা ঘর মনে হয়েছে আমার।’
সতীর্থদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমরা আমার দ্বিতীয় পরিবার, যাদের সঙ্গে একসঙ্গে লড়াই, হাসি ও অনেক মুহূর্ত ভাগাভাগি করেছি। তোমরা সবসময় আমার ভাই হিসেবেই থাকবে।’
বার্তাটা শেষ করার সময় জাদুকরী শহর প্যারিসকে দ্যবাদ জানাতে ভোলেনননি এই ইতালিয়ান গোলরক্ষক। দোন্নারুম্মা বলেন, ‘এ ক্লাবের হয়ে খেলা এবং এ শহরে থাকাটা ছিল বিরাট সম্মানের। ধন্যবাদ, প্যারিস।’
পিএসজিতে দোন্নারুম্মার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি ছিল। কিন্তু নতুন করে চুক্তির প্রত্যাশায় থাকা দোন্নারুমার সঙ্গে একমত হতে পারেনি পিএসজি। পিএসজির অন্যতম সর্বোচ্চ (মাসে সাড়ে ৮ লাখ ইউরো) পারিশ্রমিকধারী এই গোলরক্ষক তার বেতনটা আরও বাড়াতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি নয় ফরাসি ক্লাবটি। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মধ্যে কোন একটি ক্লাবে যোগ দিতে পারেন এমনটিই গুঞ্জন উঠেছে এখন।