বিসিবির দুর্নীতি দমন ইউনিটে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ

দুর্নীতি রোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রয়েছে দুর্নীতি দমন ইউনিট। তবে দেশের ক্রিকেটে দুর্নীতি নিয়ে সমালোচনা থেমে থাকেনি। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। ফিক্সিং-নিয়ে বিতর্ক বছরের পর বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভাবমূর্তি নষ্ট করেছে। সম্প্রতি, গত আসরের ফিক্সিং অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। এবার দুর্নীতি রোধে এক বছরের জন্য জন্য পরামর্শক হিসেবে আইসিসির গ্লোবাল ক্রিকেট দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি।
গতকাল শনিবার (৯ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ডসভা অনুষ্ঠিত হয়। প্রায় ছয় ঘণ্টাব্যাপী এক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মার্শালকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটিও সেখান থেকেই আসে। তিনি আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের সাবেক প্রধান ও যুক্তরাজ্য পুলিশের সাবেক কর্মকর্তা।
সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি, কারণ আমরা মনে করি আমাদের এসিইউ কার্যক্রম আরও জোরদার করা দরকার। তাদের আরও সতর্ক হতে হবে এবং অতিরিক্ত প্রশিক্ষণ প্রয়োজন।’
ইফতেখার রহমান আরো বলেন, ‘আমরা দুর্নীতির ব্যাপারে অনেক অভিযোগ পাচ্ছি। আমরা চুপচাপ বসে থাকতে পারি না, তাই যা করতে পারি তা হলো জনবল বাড়ানো, একজন যোগ্য প্রশিক্ষক নিয়োগ দেওয়া এবং এসিইউ কার্যক্রমকে আরও শক্তিশালী করা। এই কারণেই আমরা অ্যালেক্সকে এক বছরের জন্য নিয়োগ দিচ্ছি।’
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যবেক্ষণ করবে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিট। এই বিষয়ে তিনি বলেন, ‘তিনি (অ্যালেক্স মার্শাল) আইসিসির সঙ্গে কাজ করেছেন। আমরা মনে করি আমাদের এসিইউ-কে আরও শক্তিশালী করা দরকার, এজন্যই তাকে নিয়ে আসা হচ্ছে। তারা এটিকে আইসিসি ইন্টেগ্রিটি ইউনিট বলে। তারাই পরবর্তী বিপিএল পরিচালনা করবে।’