বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্বে ফিরলেন হেমিং

বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পিচ কিউরেটর হিসেবে দায়িত্বে ফিরলেন টনি হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। বোর্ড সভা শেষে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, পিচ দেখাশোনার পাশাপাশি অন্য কিউরেটরদের সহায্য করবেন তিনি।
গতকাল (৯ আগস্ট) বিসিবির বোর্ড সভার মিটিংয়ে সিদ্ধান্ত হয় বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হেমিং। তিনি এর আগেও বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত এক বছর বিসিবির কিউরেটর হিসেবে কাজ করার পর পাকিস্তানে যোগ দেন। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটরের পদ থেকে সরে এসে বিসিবির সাথে আবারও যোগ দিলেন।
হেমিংকে নিয়োগ দেওয়ার বিষয়ে মিঠু বলেন, ‘টনি হেমিংকে দুই বছরের জন্য টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের সব আন্তর্জাতিক ভেন্যু এবং কিউরেটররা তার অধীনে থাকবে। তিনি বাংলাদেশি কিউরেটরদের প্রশিক্ষণের কাজটিও পরিচালনা করবেন। তাকে ফিরিয়ে আনার বিষয়ে বোর্ডের সব পরিচালকই আগ্রহী ছিলেন।’
হেমিংয়ের নিয়োগের ফলে প্রশ্ন উঠেছে, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের কিউরেটর গামিনী সিলভা কি তাঁর দায়িত্বে থাকবেন? এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘সময় বলবে গামিনী থাকছে কি থাকছে না। আপাতত ১ বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছে।’
গামিনী থাকলেও প্রধান ভূমিকায় থাকছেন হেমিং। বাংলাদেশে তার অতীত অভিজ্ঞতা ভালো বলেই তিনি ফিরে এসেছেন বলে মনে করেন মিঠু। এই বিষয়ে মিঠু বলেন, ‘হেমিং বিশ্বের সেরা কিউরেটরদের একজন। সম্ভবত বিসিবির সঙ্গে আগের অভিজ্ঞতা তার ভালো ছিল, সে কারণেই তিনি আবার ফিরে আসতে রাজি হয়েছেন। টার্ফ ম্যানেজমেন্ট এখন হেমিংয়ের পরিকল্পনা অনুযায়ীই পরিচালিত হবে।’