ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণ করে দিবে বিসিবি

২০২২ সালে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সে সময় এই সাফল্যে নারী ফুটবলারদের জন্য অনেক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ফুটবলারদের নিজ নিজ জেলা প্রশাসকরা পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় সাফজয়ী দলের সদস্য ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি নির্মাণ করে দিতে চেয়েছিলেন তৎকালীন রাঙ্গামাটির জেলা প্রশাসক। তবে সেটি এখনো বাস্তবায়ন হয়নি।
এরপর একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথাও বলেছিলেন ঋতুপর্ণা। অবশেষে জাতীয় দলের এই ফুটবলারের সেই আশা পূরণ হচ্ছে। ঋতুপর্ণাকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার (৯ আগস্ট) ছিল বিসিবির সভা। সেখানে অন্যান্য বিষয়ে আলোচনার পাশাপাশি ঋতুপর্ণাকে একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি।’
২০২২ সালে যখন ঋতুপর্ণাকে তার গ্রামে সংবর্ধনা দেওয়া হয়, তখন দেখা যায় একটা ভগ্নপ্রায় বাড়িতে থাকেন তিনি। জাতীয় দলের এই ফুটবলারের বাবা মারা গেছেন, একমাত্র ভাইটিও বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। ঋতুর আয়েই চলে সংসার। তার মায়ের অসুস্থতার পেছনেও অনেক ব্যয় হয়। জেলা প্রশাসকের সেই বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। ফলে বাড়ির চেহারা আর বদলানো হয়নি তার।
জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় পার করছেন ঋতুপর্ণা। তার গোলেই গত বছর টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জয় করে বাংলাদেশ। গত মাসে মিয়ানমারে তার জোড়া গোলেই স্বাগতিকদের বধ করে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দেশের জন্য জাতীয় দলের এই ফুটবলারের এসব সাফল্যই বিসিবিকে এই সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।