বিসিবি নির্বাচন নিয়ে নোংরামি না করার আহ্বান তামিমের

সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপ। আর বাংলাদেশে বইছে নির্বাচনী হাওয়া। শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করে আসছেন সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আরও একবার সেই অভিযোগ আনলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) ছিল কাউন্সিলরশিপের বিপক্ষে আপত্তি এবং তা নিয়ে শুনানির দিন। শুনানি শেষে নির্বাচনে একটা পক্ষকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তামিমের।
তামিম বলেন, ‘জিনিসগুলো কেন করা হচ্ছে, এটা নির্বাচনে একটা পক্ষকে দুর্বল করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। এত খারাপ সময় এসে গেল যে জেতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ৩০০ জন ক্রিকেটারের জীবনের সঙ্গে খেলা শুরু করলেন!’
ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি দেখেননি এল জানান তামিম। নির্বাচন নিয়ে নোংরামি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি ক্রিকেটের সিনিয়রদের থেকে শুনেছি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি তারা দেখেননি। যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে এবং পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই অনুসরণ করা হবে। প্লিজ এই জিনিসগুলো আপনারা কইরেন না। সৎভাবে নির্বাচনটা করেন।’
এবারের নির্বাচনে দুর্নীতির অভিযোগ থাকায় ১৫টি ক্লাবকে কাউন্সিরশিপ দেওয়া হচ্ছে না। এর মধ্যে আছে গুলশান ক্রিকেট ক্লাব। যেই ক্লাবের সহ-সভাপতি তামিম। আজ গুলশান ক্লাবের হয়েই শুনানিতে এসেছিলেন তিনি।
এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তামিম বলেন, ‘আমি তাদের স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন, এখানে ১৫টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, আপনার ৩০০ ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। এই ১৫টা ক্লাব বিভিন্ন বিভাগে নিয়মিত ক্রিকেট খেলে, খেলোয়াড়দের পেমেন্ট করে। সেই টাকা দিয়েই কিন্তু তাদের একটা বছরের ৭০-৮০% আয় হয়। তাদের সঙ্গে তাদের পরিবারও জড়িত। সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে।’