টের স্টেগেনকে ফের অধিনায়কত্বে ফেরাল বার্সা

বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তবে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। গত মৌসুমে তার জায়গায় কাতালান ক্লাবটির গোলপোস্ট সামলান অবসর ভেঙ্গে ফেরা ভয়চেক সেজনি। এবার মৌসুম শুরুর আগে দিয়ে টের স্টেগেন দ্বন্দ্বে জড়িয়েছেন বার্সেলোনার সঙ্গে। এরপর তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ক্লাবটি। তবে একদিনের ব্যবধানে দ্বন্দ্ব মিটিয়ে আবারও কাতালান ক্লাবটির অধিনায়কত্ব ফিরে পেলেন এই জার্মান গোলরক্ষক।
বার্সেলোনা শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে পুনরায় প্রথম দলের অধিনায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে লা লিগায় তার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে অস্বীকৃতি জানানোয় ক্লাব তাকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়।
সম্প্রতি টের স্টেগেন পিঠের অস্ত্রপচারের পর মাঠের বাইরে আছেন। তবে ক্লাবের দাবি, তিনি তার চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগাকে দিতে রাজি নন। যে কারণে নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমনকি বার্সেলোনা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছিল।
তবে এক দিনের ব্যবধানে বার্সেলোনা জানায়, দুই পক্ষের মধ্যে বিরোধের সমাধান হয়েছে।
লা লিগা চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায়, ক্লাব ঘোষণা করছে যে মার্ক-আন্দ্রে টের স্টেগেন তার অস্ত্রপচার-সংক্রান্ত প্রতিবেদন লা লিগার কাছে পাঠানোর জন্য অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন। যার মাধ্যমে ক্লাব তার সার্জারির মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠাতে পারবে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। টের স্টেগেন আবারও প্রথম দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর কিছুসময় পর টের স্টেগেন নিজেই একটি বিবৃতিতে বলেন, বিষয়টি সমাধানের জন্য ক্লাব কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে এবং প্রয়োজনীয় অনুমতিপত্র প্রদান করতে সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি।
লা লিগার একটি নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তাহলে তার বেতনের ৫০ শতাংশ পর্যন্ত নতুন খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। যদিও টের স্টেগেন তিন মাসের মধ্যেই ফেরার আশা করছেন বলে জানিয়েছেন।
বার্সেলোনা ইতোমধ্যে এস্পানিওল থেকে হোয়ান গার্সিয়াকে তাদের প্রধান গোলরক্ষক হিসেবে সই করিয়েছে এবং সেজনির সঙ্গে চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে লা লিগার নতুন মৌসুম শুরু হতে মাত্র ৮ দিন বাকি থাকলেও বার্সা এখনো পাঁচজন খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারেনি।