মাঠে ফিরেই জয়ের নায়ক ইয়ামাল, রিয়ালকে টপকে শীর্ষে বার্সা

মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। তাদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনা তাই এবার শীর্ষে ওঠার সুযোগটা হাতছাড়া করতে চায়নি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে হ্যান্সি ফ্লিকের দল। এই ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেছেন লামিনে ইয়ামাল। ম্যাচের জয়সূচক গোলটির অ্যাসিস্ট করেছেন স্প্যানিশ এই তরুণ তারকা।
লা লিগায় রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে এক পয়েন্টের ব্যবধানে তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল বার্সেলোনার। তবে খেলায় প্রথমে এগিয়ে যায় সফরকারী রিয়াল সোসিয়েদাদ। ৩১তম মিনিটে আন্দের বারেনেচেয়ার পাস থেকে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওজোলা।
তবে গোল খেয়ে দিশেহারা হয়নি হান্সি ফ্লিকের দল। আক্রমণের ধার অব্যাহত রেখেই ৪৩তম মিনিটে সমতায় ফেরে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। মার্কাস রাশফোর্ডের কর্ণার থেকে হেডে গোল করেন জুল কুন্দে। ১-১ গোলে সমতা নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে কাতালানরা। ইনজুরি থেকে ফেরা ১৯ বছর বয়সী ইয়ামাল মাঠে নামেন ম্যাচের ৫৮তম মিনিটে। মাঠে নেমে এক মিনিটের মাথায় বক্সে ঢুকে দুর্দান্ত একটি ক্রস বাড়ালে তা হেডে জালে জড়ান রবার্ট লেভানডোফস্কি।
এরপর ম্যাচের শেষদিকে উভয় দল একাধিক সুযোগ পেলেও, গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।এই জয়ে এখন পর্যন্ত লা লিগায় অপরাজিত বার্সেলোনা।
লা লিগায় ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।