এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, শতভাগ বিশ্বাসী আকরাম খান

সর্বশেষ দুই সিরিজে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ দারুণ খেলেছে। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারানোর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে দুটি সিরিজ জয় টাইগারদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান মনে করেন, এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবং এই বিষয়ে তিনি শতভাগ বিশ্বাসী।
আকরাম খান আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) মিরপুরে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি (এনসিএল টি-টোয়েন্টি) নিয়ে গণমাধ্যমে কথা বলেন। এশিয়া কাপে বাংলাদেশ কেমন খেলতে পারে সেই বিষয়ে আকরাম বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কেউ কিছু বলতে পারেনা, যে ভালো খেলবে সে জিতবে। এক-দুইটা ওভারে কিন্তু গেম চেঞ্জ করা যায়। আমি মনে করছি যে খুব ভালো একটা সম্ভাবনা আছে যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে হারিয়েছি। যদি আমরা প্রোপার ক্রিকেট খেলি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করবো।’
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন আকরাম খান। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা এই বিষয়ে জিজ্ঞোসা করা হলে তিনি বলেন, ‘জ্বি, হান্ড্রেড পারসেন্ট। ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না! হান্ড্রেড পারসেন্ট (বিশ্বাস) আছে (চ্যাম্পিয়ন হওয়ার), টি-টোয়েন্টিতে আমি মনে করি ওভার কনফিডেন্ট। যদি আমরা প্রোপার ক্রিকেট খেলতে পারি।’
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াবে সেপ্টেম্বরের ৯ তারিখ। খেলা হবে টি-টোরয়ন্টি ফরম্যাটে। এশিয়া কাপের জন্য প্রাথমিক দলও ঘোষষণা করেছে বা্ংলাদেশ।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। টাইগারদের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায়।